পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Janhvi on Her Mom মায়ের জন্মদিনে পুরোনো ছবি শেয়ার করে স্মৃতিমেদুর জাহ্নবী - মায়ের জন্মবার্ষিকীতে পুরোনো ছবি শেয়ার করে আবেগী জাহ্নবী

হিন্দি সিনেমার প্রয়াত এক কিংবদন্তি নায়িকা শ্রীদেবী জন্মদিন আজ ৷ মায়ের জন্মদিনে স্মৃতিমেদুর হয়ে পড়লেন অভিনেত্রী কন্যা জাহ্নবী কাপুরও ৷ জাহ্নবী তাঁর সোশাল মিডিয়া হ্য়ান্ডেল থেকে শেয়ার করেছেন মা মেয়ের একটি পুরোনো ছবি (Janhvi Kapoor on Her Mother Sridevi)৷

Janhvi on Her Mom
মায়ের জন্মবার্ষিকীতে পুরোনো ছবি শেয়ার করে আবেগী জাহ্নবী

By

Published : Aug 13, 2022, 12:38 PM IST

মুম্বই, 13 অগস্ট: হিন্দি সিনেমার প্রয়াত এক কিংবদন্তি নায়িকার জন্মদিন আজ ৷ 1963 সালে আজকের দিনে জন্ম অভিনেত্রী শ্রীদেবীর ৷ যাঁর অভিনয় শৈলী চিরস্থায়ী দাগ রেখে গিয়েছে বহু সিনেপ্রেমীর মনে ৷ মায়ের জন্মবার্ষিকীতে আবেগী হয়ে পড়লেন অভিনেত্রী কন্যা জাহ্নবী কাপুরও (Janhvi Kapoor on Her Mother Sridevi)৷

জাহ্নবী তাঁর সোশাল মিডিয়া হ্য়ান্ডেল থেকে শেয়ার করেছেন মা-মেয়ের একটি পুরোনো ছবি ৷ ছবিতে ছোট্ট জাহ্নবীকে দেখা যায় অভিনেত্রীর সঙ্গে ৷ এই সুন্দর স্মৃতিটি শেয়ার করে আবেগঘন হয়ে পড়েন জাহ্নবী ৷ তিনি লেখেন, "হ্যাপি বার্থডে মাম্মা, প্রতিটাদিন তোমাকে আরও বেশি করে মিস করছি ৷ এই ভালবাসা চিরদিনের..."

এর আগে মম ছবির পাঁচ বছর পূর্তি উপলক্ষে একটি পোস্ট করেছিলেন শ্রীদেবী স্বামী বনি কাপুরও ৷ দু'টি জাতীয় পুরস্কার জিতে নিয়েছিল এই ছবি ৷ শ্রীদেবী এই গল্পে অভিনয় করেছিলেন একজন শিক্ষিকার ভূমিকায় ৷ যিনি তাঁর সৎ মেয়ের ধর্ষকদের নিজের হাতে শাস্তি দেন ৷ শ্রীদেবীর পাশাপাশি নওয়াজউদ্দিন সিদ্দিকী, অক্ষয় খান্না এবং পাকিস্তানি অভিনেতা সজল আলি ও আদনান সিদ্দিকীকেও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল ।

আরও পড়ুন:স্বাধীনতার অমৃত মহোৎসবে ইন্ডাস্ট্রিতে কতটা স্বাধীন পরিচালক প্রযোজকেরা

এই কিংবদন্তী অভিনেত্রীর মৃত্যু আজও একটি রহস্য ৷ 2018 সালে 24 ফেব্রুয়ারি পারিবারিক একটি বিবাহের জন্য দুবাই গিয়েছিলেন অভিনেত্রী ৷ সেখানেই তাঁর ঘরের শৌচাগারে মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেত্রীকে ৷

অন্যদিকে জাহ্নবীকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'গুডলাক জেরি' ছবিতে ৷ এই ছবিতে তাঁকে দেখা গিয়েছিল একজন বিহারী মেয়ের চরিত্রে ৷ আগামীতে 'বাওয়াল' ছবির জন্য় বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details