পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Janhvi Kapoor New Project: আসছে রহস্যে মোড়া 'উলঝ', শ্যুটিং কবে? জানালেন জাহ্নবী - জাহ্নবী

নতুন স্পাই থ্রিলার 'উলঝ'-এর সহ-অভিনেতাদের সঙ্গে ফটোশ্য়ুট সারলেন জাহ্নবী ৷ এই মাসের শেষেই শুরু হতে চলেছে শ্যুটিং ৷

Janhvi Kapoor New Project
উলঝের সহ অভিনেতাদের সঙ্গে ফটোশ্য়ুট জাহ্নবীর

By

Published : May 10, 2023, 11:18 AM IST

মুম্বই, 10 মে:নতুন প্রজেক্ট 'উলঝ'-এর সহ-অভিনেতাদের সঙ্গে ক্য়ামেরার সামনে এলেন জাহ্নবী কাপুর ৷ কবে থেকে শুরু হচ্ছে শ্যুটিং সেই খবরও বুধবার অনুরাগীদের জানাতে ভোলেননি অভিনেত্রী ৷ অভিনেত্রীকে এই স্পাই থ্রিলারটিতে দেখা যাবে গুলশন দেভাইয়া এবং রোশন ম্যাথিউয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে ৷ এই খবর অবশ্য় তেমন নতুন নয় ৷ তবে ছবির অন্যান্য় অভিনেতাদের লুকও সামনে এল এবার ৷ ছবিতে আরও থাকছেন সচিন খেড়কর, মেইয়াং চ্য়াং থেকে শুরু করে রাজেন্দ্র গুপ্তর মতো অভিনেতারা ৷

বুধবার মোট দু'টি ছবি শেয়ার করেছেন জাহ্নবী ৷ একটিতে তাঁকে দেখা গিয়েছে এই প্রজেক্টের মুখ্য় দুই চরিত্র গুলশন দেভাইয়া এবং রোশন ম্যাথিউয়ের সঙ্গে ৷ আর অন্য় ছবিটিতে তাঁদের তিনজনের সঙ্গে রয়েছেন সচিন খেড়কর, মেইয়াং চ্যাংরা ৷ ছবি দু'টি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন,"কূটনীতির জগতে গোপনীয়তার দাম সবচেয়ে বেশি ৷ উলঝ-এর শ্য়ুটিং শুরু হতে চলেছে এই মাসের শেষের দিকে ৷"

এই স্পাই থ্রিলারটি পরিচালনা করছেন সুধাংশু সারিয়া ৷ আর প্রযোজনার দায়িত্বে রয়েছে জঙলি পিকচার্স ৷ 'উলঝ' কবে সামনে আসবে তা অবশ্য় জানা যায়নি ৷ তবে বোঝাই যায় অ্যাকশন আর পরতে পরতে রহস্য়ে মোড়া একটি কাহিনি হতে চলেছে 'উলঝ' ৷ নামেই বোঝা যায় গল্প তৈরি হতে চলেছে একটি প্যাঁচালো রহস্যকে ঘিরে ৷ যদিও গল্প নিয়ে কোনও আভাসই দেননি নির্মাতারা ৷

জাহ্নবীর হাতে এখন 'উলঝ' ছাড়াও বেশ অনেকগুলি কাজ রয়েছে ৷ হিন্দি ছবির পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও পা রাখছেন তিনি ৷ আরআরআর খ্যাত জুনিয়র এনটিআরের সঙ্গে তাঁর আগামী ছবিতে জুটি বাঁধতে চলেছেন তিনি ৷ এই ছবির কাজও ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে ৷ অন্য়দিকে, আবার জাহ্নবীকে দেখা যাবে একটি স্পোর্টস ড্রামাতেও ৷ 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' শীর্ষক এই ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন রাজকুমার রাওয়ের সঙ্গে ৷

আরও পড়ুন:বাংলার সুপারস্টারের সঙ্গে কাজ! বুম্বাদায় মুগ্ধ শ্যামজি, জবাব দিলেন প্রসেনজিৎও

ABOUT THE AUTHOR

...view details