নিউদিল্লি, 15 ডিসেম্বর: 2018 সালে শশাঙ্ক খৈতানের 'ধড়ক' ছবি দিয়ে বিটাউনে পা রাখেন শ্রীদেবী ও বনি কাপুরের কন্যা জাহ্নবী কাপুর ৷ ধীরে ধীরে বলিউডের মাটিতে শক্ত ঘাঁটি তৈরি করলেও জীবনের সবচেয়ে বড় ভুলের জন্য আজও আফসোস করেন নায়িকা ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মাকে নিয়ে তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। সে কথা ভেবে তাঁর আজও খারাপ লাগে ৷
তিনি বলেন, "আমি জেনে বুঝেই মাকে আমার কেরিয়ার থেকে দূরে রেখেছিলাম ৷ কারণ আমার মনে হত, শ্রীদেবীর মেয়ে হয়ে বেশি সুযোগ পেয়ে যাব ৷ এমনতেই অনেকে বলেছে, শ্রীদেবীর মেয়ে বলেই প্রথম ছবি পেয়েছি ৷ তাই আমি ঠিক করেছিলাম মায়ের কাছ থেকে কোনও রকম সাহায্য নেব না ৷ তাঁর উপদেশ বা পরামর্শ নেওয়াও আমার কাছে ঠিক বলে মনে হয়নি ৷ তাই মাকে ধড়ক ছবির সেটে যেতেও বারণ করেছিলাম ৷ আমি আমার কাজ নিজে করব বলে ঠিক করেছিলাম ৷"
তিনি আরও বলেন, "মাঝেমধ্যে মনে হয়, আমি বড্ড বোকা ছিলাম! লোকে কী বলবে সেটা সিরিয়াসলি নিয়ে নিয়েছিলাম ৷ এখন আফসোস করি ৷ এখন মনে হয়, যদি আমি মাকে বলতাম, প্লিজ মা, আমার শুটে এসো, আমার তোমাকে প্রয়োজন, তাহলে খুব ভালো লাগত ৷"
'মিলি', 'গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল', 'গুড লাক জেরি'-র মতো ভালো ছবি উপহার দিয়েছেন জাহ্নবী কাপুর ৷ কিন্তু তিনি ভয় পেতেন, যদি তাঁর কাজ মা- শ্রীদেবীর কজের সঙ্গে তুলনা করা হয় ! 'মিলি' খ্যাত অভিনেত্রী বলেন, "এ কথা গুলো ভেবেই আমি নাভার্সা হয়ে যেতাম ৷ মনে হত, আমাকে মায়ের সঙ্গে তুলনা করা হচ্ছে ৷ আমাকে শ্রীদেবী কাপুরের স্ট্যান্ডার্ডে যেতে হবে ৷ একবার মা আমাকে বলেছিল, আমার প্রথম ছবির সঙ্গে মায়ের শেষ ছবির তুলনা টানা হবে ৷ এই ধরনের মানসিক চাপ আমার কোনও শত্রুরও হোক সেটা আমি চাইব না ৷"
তিনি বলেন, "এখন মনে হয় মা ও মেয়ের সঙ্গে কোনও প্রতিযোগিতা হতে পারে না, কোনও তুলনা হতে পারে না ৷ আসলে তুমি কখনই তোমার মাকে হারাতে পার না ৷ আমার সঙ্গে কারও কাজের তুলনা করাঅনুচিত ৷ জীবনের শেষ পর্যন্ত মায়ের সুনাম বজায় রেখে পরিশ্রম করে যেতে চাই ৷"