হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর: শ্রীদেবী কন্যা আজ হিন্দি বিনোদন জগতের অন্য়তম চেনা মুখ ৷ মা শ্রীদেবী এবং বাবা বনি কাপুরের সৌজন্যে ছোটবেলা থেকেই স্পটলাইটে চলে এসেছিলেন তিনি ৷ কিন্তু সেই অভিজ্ঞতা তাঁর জন্য় মোটেই সুখকর ছিল না ৷ সম্প্রতি তাঁর খ্যাতির বিড়ম্বনার কাহিনি তিনি শেয়ার করলেন সকলের জন্য় ৷ তাঁর যখন 10 বছর বয়স তখন থেকেই পাপারাৎজিদের লেন্স ছিল তাঁর মুখের ওপর ৷ বিখ্যাত বাবা-মায়ের মেয়ে হওয়ায় যেমন তিনি চর্চায় উঠে এসেছেন তেমনই মাত্র 10 বছর বয়সেই পর্ন সাইটে ফাঁস হয়ে যায় তাঁর ছবি ৷
একটি সাম্প্রতিক ইন্টারভিউতে তিনি জানান, ছোটবেলাতেই তাঁর ছবি ইয়াহুর মতো বহু জনপ্রিয় প্লার্টফর্মে ফাঁস হয়ে গিয়েছিল ৷ আজ সেই ছবিগুলি দেখলে তাঁর অস্বস্তি হয় বলেও জানান অভিনেত্রী ৷ শুধু তাই নয় তিনি জানান, পর্ন সাইটেও তাঁর বেশ কয়েকটি ছবি ফাঁস করে দেওয়া হয় ৷ যার জেরে স্কুলে তাঁকে হেনস্থার শিকার হতে হয় ৷