হায়দরাবাদ, 19 মার্চ: অবশেষ স্বপ্ন সত্যি জাহ্নবী-র ৷ ফিল্মি কেরিয়ারে পাঁচ বছরের মধ্যেই বি-টাউনে জায়গা করে নিতে পেরেছেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) ৷ এবার পা রেখেছেন দক্ষিণী ছবিতে, তাও আবার সুপারস্টার জুনিয়র এনটিআর-এর বিপরীতে ৷ ফলে নিজের বাঁধভাঙা উচ্ছ্বাসকে সকলের সামনে শেয়ার করলেন 'ধড়ক' গার্ল ৷ শুধু তাই নয়, ইতিমধ্যেই ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ছবির শুভ মহরতের কথাও জানিয়েছেন সোশাল মিডিয়ায় ৷ তিনি টুইটারে লিখেছেন, আগামী 23-শে মার্চ 'এনটিআর থার্টি'-র শুভ মহরত ৷
সম্প্রতি বিশ্ব মঞ্চে অস্কার জয়, দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর (Telugu superstar Jr NTR)-এর কেরিয়ারের আরও উঁচুতে নিয়ে গিয়েছে ৷ এসএস রাজামৌলি পরিচালিত 'আরআরআর' (RRR)- ছবির তেলুগু গান 'নাতু নাতু', সেরা মৌলিক গান হিসাবে অস্কার মঞ্চে ছিনিয়ে নিয়েছে জয়ের মুকুট ৷ ফলে ছবির কলাকুশলীরা উচ্ছ্বাসে ভাসছেন ৷ তবে দেশে ফিরে নিজের পরবর্তী কাজ 'এনটিআর থার্টি' (NTR 30) নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন জুনিয়র এনটিআর ৷
সেই ছবির হাত ধরেই কলিউডে পা জমাতে চলেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর ৷ সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের সেই খুশির কথা ব্যক্ত করেছেন তিনি (Janhvi Kapoor On NTR 30) ৷ তিনি জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে দক্ষিণী ছবিতে কাজ করার বাসনা মনের মধ্যে পুষে রেখেছিলেন ৷ অবশেষে সেই সুযোগ আসে ৷ জুনিয়র এনটিআর-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করা, স্বপ্নের থেকে বড় কিছু নয়; যা অবশেষে সত্যি হতে চলেছে (Janhvi Kapoor opens up about working with Jr NTR) ৷