পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Janhit Mein Jaari Trailer : মহিলা হয়ে কনডোম বিক্রির চাকরি! কি হল তারপর ? বলবে 'জন হিত মে জারি' - শুক্রবার সামনে এল অভিনেত্রী নুুসরত ভারুচ্চার নতুন প্রজেক্ট জনহিত মে জারির ট্রেলার

শুক্রবার সামনে এল অভিনেত্রী নুুসরত ভারুচ্চার নতুন প্রজেক্ট 'জনহিত মে জারি'-র ট্রেলার (Nushrratt Bharuccha Janhit Mein Jaari trailer ) ৷ 10 জুন পর্দায় আসতে চলেছে এই ছবি ৷ পরিচালনার দায়িত্বে রয়েছেন জয় বসন্তু সিং ৷

Janhit Mein Jaari Trailer
শুক্রবার সামনে এল অভিনেত্রী নুুসরত ভারুচ্চার নতুন প্রজেক্ট 'জনহিত মে জারি'-র ট্রেলার

By

Published : May 6, 2022, 4:07 PM IST

মুম্বই, 6 মে :শুক্রবার সামনে এল অভিনেত্রী নুুসরত ভারুচ্চার নতুন প্রজেক্ট 'জনহিত মে জারি'-র ট্রেলার ৷ এই ছবিটি তুলে ধরে মধ্যপ্রদেশের একটি মেয়ের গল্প ৷ মেয়েটি তাঁর শহরে কনডোম বিক্রির কাজ নেয় এবং কীভাবে সে সামাজিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই গড়ে তোলে, সেই কাহিনিই উঠে এসেছে এই ছবিতে (Nushrratt Bharuccha Janhit Mein Jaari trailer ) ৷

ট্রেলারে ছড়ানো ছিটোনো রয়েছে একটি সোশ্য়াল কমেডির গন্ধ ৷ চাকরির অভাবে অল্পবয়সি এই মেয়েটিকে বেছে নিতে হয় কনডোম বিক্রির কাজ ৷ কিন্তু তারপর চল্লিশ হাজার টাকা মাইনের এই চাকরি রাখতে গিয়ে তাঁকে কোন কোন বিষয়ের সঙ্গে লড়াইয়ে নামতে হয়, সেটাই উঠে এসেছে এই গল্পে ৷ মাঝে রয়েছে হালকা প্রেমের গন্ধও ৷ কিন্তু বাড়ির বউয়ের এই চাকরি নিয়ে শ্বশুরবাড়িতেও তৈরি হয় সমস্য়া ৷

সব মিলিয়ে হাসির মোড়কে সমাজের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চলেছে এই ছবি ৷ ট্রেলারের শেষ পর্যায়ে নায়িকার গলাতেই উঠে আসে সেই কথা ৷ ভারতে বেআইনি গর্ভপাতের রুখতে কনডোমকে বিলাসিতা নয়, বরং মূল প্রয়োজন হিসাবে তুলে ধরার বার্তাই দেয় এই গল্প ৷

আরও পড়ুন : নতুন ছবির গান মুক্তি, চার লাখি শাড়িতে আসর মাতালেন কঙ্গনা

ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন জয় বসন্তু সিং ৷ নুসরতের পাশাপাশি, ছবিতে আরও অভিনয় করেছেন অনুদ সিং, তিননু আনন্দ, বিজয় রাজ এবং পরিতোষ ত্রিপাঠি । এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন বিনোদ ভানুশালী, কমলেশ ভানুশালী, বিশাল গুরনানি, রাজ শান্দিল্য, বিমল লাহোটি, শ্রদ্ধা চন্দভারকর, বান্টি রাঘব এবং রাজেশ রাঘব, এবং সহ-প্রযোজনা করেছেন জুহি পারেখ মেহতা । 10 জুন পর্দায় আসতে চলেছে 'জন হিত মে জারি' ৷

ABOUT THE AUTHOR

...view details