কলকাতা, 19 মে :হইচই-এর নতুন সিরিজ শৌমিক হালদারের 'মহাভারত মার্ডার্স' রীতিমতো প্রশংসা কুড়োচ্ছে নানা মহলে । অর্জুন চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, রাজদীপ গুপ্তদের পাশাপাশি সমান কদর পেয়েছে সামসুদ্দিনের চরিত্রটিও । 'জনদরদী রাজনৈতিক নেতা' শব্দগুলি বড্ড গালভরা । তবে, এই ওয়েব সিরিজে জ্যামির চরিত্রটা তেমনই (Jammy Banerjee in Mahabharat Murders)। 'লালবাজার'-এর দৌলতে জ্যামি এখন বিনোদন দুনিয়ার পরিচিত মুখ ।
পার্থ চট্টোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ 'গণেশ মূর্তি'তেও অভিনয় করেছেন তিনি । একাধিক ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন জ্যামি । অনেক কাজের মধ্যে জ্যামির উল্লেখযোগ্য কাজ '18-তে 72'। বাংলার নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে এই ছবি জ্যামি (সৌম্য) বন্দ্যোপাধ্যায়েরই বানানো । গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি । এখানেই শেষ নয়, কামারহাটির বিধায়ক মদন মিত্রকেও অভিনয়ে নিয়ে আসছেন জ্যামি । জ্যামি পরিচালিত ওয়েব ছবি 'হচপচ'-এ নিজের গায়ক ইমেজেই ধরা পড়বেন মদন মিত্র । নিজের গলায় দুটি গানও গাইবেন তিনি, জানা গিয়েছে এমনটাই ।