লস অ্যাঞ্জেলস, 4 জানুয়ারি: সারা বিশ্ব জুড়ে বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করেছে 'অবতার 2' ৷ বিভিন্ন সংবাদ মাধ্য়মের রিপোর্ট বলছে, জেমস ক্যামেরনের এই ছবি ইতিমধ্য়েই শুধু ভারত জুড়ে আয় করেছে 300 কোটিরও বেশি টাকা ৷ ইতিমধ্য়েই 'অবতার:দ্য় ওয়ে অফ ওয়াটার' ছবির পরবর্তী পর্ব নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে ৷ খবর অনুযায়ী এবার তৃতীয় কিস্তিতে দর্শকের পরিচয় ঘটবে নাভি উপজাতির অন্ধকারময় দিকটির সঙ্গে ৷ ছবির প্রথম দুই পর্বে দু'টি ভিন্ন নাভি গোষ্ঠি অর্থাৎ জঙ্গলে বসবাসকারী ওমাটিকয়া এবং জলে বসবাসকারী মেটকাইনার সঙ্গে দর্শকের পরিচয় ঘটেছে (James Cameron reveals what to expect from Avatar 3 )৷
জেমস ক্যামেরন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পরবর্তী কিস্তির নাম এখনও ঠিক করেননি তাঁরা (James Cameron reveals Avatar 3 Story)৷ তবে একইসঙ্গে এও জানা গিয়েছে যে পরবর্তী কিস্তিতে পরিচালক দেখাবেন সমস্ত নাভিরা মোটেও ভালো নয় ৷ এখনও পর্যন্ত যেটুকু গল্পের সঙ্গে পাঠকের পরিচয় ঘটেছে তাতে নাভিদের অন্ধকার দিকটি সামনে আসেনি ৷ বরং মানুষের অত্যাচারের বিরুদ্ধে এবং জমি দখলের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হাতে অস্ত্র তুলেছে তারা ৷