হায়দরাবাদ, 8 অগস্ট: দু'বছর পর পর্দায় ফিরেছেন সুপারস্টার রজনীকান্ত ৷ 10 অগস্ট মুক্তি পেতে চলেছেতাঁর বহু প্রতীক্ষীত ছবি 'জেলার' ৷ রজনীকান্তের ছবি মুক্তি পাওয়া মানে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে তা উৎসবের থেকে কম কিছু নয় ৷ অন্যথা নয় এক্ষেত্রেও ৷ 'থালাইভা'র নয়া ছবি 'জেলার'-এর মুক্তি উদযাপন করতে ও সুপারস্টারকে সম্মান জানাতে বেসরকারি অফিসগুলিতে ছুটি ঘোষণা করা হল তামিলনাড়ুতে ৷ এই ঘোষণা সামনে আসায় স্বভাবতই খুশি রজনীকান্তপ্রেমীরা ৷
নেলসন দিলীপকুমার পরিচালিত 'জেলার' ছবিতে পাওয়ার প্যাকড অ্যাকশনে ধরা দেবেন রজনীকান্ত ৷ ফলত এই ছবিকে ঘিরে ভক্তদের মধ্যে উন্মাদনা পৌঁছেছে চরম পর্যায় ৷ আর রজনী-অনুরাগীদের সেই উন্মাদনাকে সম্মান জানিয়ে চেন্নাই, মাদুরাই এবং বেঙ্গালুরুর বিভিন্ন বেসরকারি কোম্পানি তাদের কর্মীদের দারুণ সুযোগ করে দিয়েছে ৷ রজনীকান্তের জাদুতে মেতে উঠতে কর্মীদের ছুটি দেওয়ার ঘটনায় অবাক নেটাগরিকরা ৷ ছবি মুক্তির তারিখ যতই ঘনিয়ে আসছে, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ততই বাড়ছে ৷ ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় গ্র্যান্ড এই ইভেন্ট উদযাপন করতে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন ৷