হায়দরাবাদ, 9 অগস্ট: চলচ্চিত্রপ্রেমীরা অধীর আগ্রহে রজনীকান্তের আসন্ন ফিল্ম জেলরের মুক্তির জন্য অপেক্ষা করছেন ৷ এই ছবি বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করবে বলে আশা নির্মাতাদের ৷ ছবিটি ইতিমধ্যেই অগ্রিম বুকিংয়ে 19.44 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ৷ 10 অগস্ট মুক্তি পাচ্ছে জেলর ৷ তার আগে থ্যালাইভার এই ফিল্ম নিয়ে চড়ছে উন্মাদনার পারদ ৷
জেলরের অগ্রিম বুকিং পরিসংখ্যান দর্শকদের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, ভারতে জেলার প্রি-বুকিংয়ের মাধ্যমে 12.8 কোটি টাকা আয় করেছে, যার 11.7 কোটি টাকা তামিল সংস্করণে এবং 1.1 কোটি টাকা তেলুগু বাজার থেকে এসেছে । মার্কিন যুক্তরাষ্ট্রে জেলরের 37,000 টি টিকিট বিক্রি হয়েছে এবং $802,628 (6.64 কোটি টাকার সমতুল্য) সংগ্রহ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে । শিল্প বিশেষজ্ঞরা আশা করছেন যে, ছবিটির অগ্রিম টিকিট বিক্রি সম্ভবত এক মিলিয়ন মার্কিন ডলার (প্রায় 8.5 কোটি টাকা) ছাড়িয়ে যাবে ।
জেলরের ডিস্ট্রিবিউশন রাইটস 123 কোটি টাকায় বিক্রি হবে বলে জানা গিয়েছে, যার একটি উল্লেখযোগ্য অংশ, প্রায় 60 কোটি টাকা তামিলনাড়ু থেকে এসেছে । কর্ণাটক থেকে এসেছে 10 কোটি টাকা, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা যৌথভাবে 12 কোটি টাকা এনে দিয়েছে । কেরলের শেয়ারের পরিমাণ 5.5 কোটি টাকা, দেশের বাকি অংশ থেকে এসেছে অতিরিক্ত 4 কোটি টাকা ।