পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Jailer Advance Booking: অগ্রিম বুকিং-এ দেশে প্রায় 13 কোটির ব্যবসা রজনীর জেলরের, আমেরিকায় ছুঁইছুঁই 8.5 কোটি - জেলরের অগ্রিম বুকিং

Advance Booking of Rajinikanth's film Jailer: রজনীকান্তের জেলর মুক্তির কয়েক ঘণ্টা এখনও বাকি ৷ এরই মধ্যে টিকিটের অগ্রিম বুকিং তাক লাগিয়ে দিল সবাইকে ৷ দেখে নিন পরিসংখ্যান ৷

Jailer Advance Booking
রজনীকান্তের জেলর

By

Published : Aug 9, 2023, 7:24 PM IST

হায়দরাবাদ, 9 অগস্ট: চলচ্চিত্রপ্রেমীরা অধীর আগ্রহে রজনীকান্তের আসন্ন ফিল্ম জেলরের মুক্তির জন্য অপেক্ষা করছেন ৷ এই ছবি বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করবে বলে আশা নির্মাতাদের ৷ ছবিটি ইতিমধ্যেই অগ্রিম বুকিংয়ে 19.44 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ৷ 10 অগস্ট মুক্তি পাচ্ছে জেলর ৷ তার আগে থ্যালাইভার এই ফিল্ম নিয়ে চড়ছে উন্মাদনার পারদ ৷

জেলরের অগ্রিম বুকিং পরিসংখ্যান দর্শকদের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, ভারতে জেলার প্রি-বুকিংয়ের মাধ্যমে 12.8 কোটি টাকা আয় করেছে, যার 11.7 কোটি টাকা তামিল সংস্করণে এবং 1.1 কোটি টাকা তেলুগু বাজার থেকে এসেছে । মার্কিন যুক্তরাষ্ট্রে জেলরের 37,000 টি টিকিট বিক্রি হয়েছে এবং $802,628 (6.64 কোটি টাকার সমতুল্য) সংগ্রহ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে । শিল্প বিশেষজ্ঞরা আশা করছেন যে, ছবিটির অগ্রিম টিকিট বিক্রি সম্ভবত এক মিলিয়ন মার্কিন ডলার (প্রায় 8.5 কোটি টাকা) ছাড়িয়ে যাবে ।

জেলরের ডিস্ট্রিবিউশন রাইটস 123 কোটি টাকায় বিক্রি হবে বলে জানা গিয়েছে, যার একটি উল্লেখযোগ্য অংশ, প্রায় 60 কোটি টাকা তামিলনাড়ু থেকে এসেছে । কর্ণাটক থেকে এসেছে 10 কোটি টাকা, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা যৌথভাবে 12 কোটি টাকা এনে দিয়েছে । কেরলের শেয়ারের পরিমাণ 5.5 কোটি টাকা, দেশের বাকি অংশ থেকে এসেছে অতিরিক্ত 4 কোটি টাকা ।

আরও পড়ুন:রজনী-জ্বরে কাবু দাক্ষিণাত্য, 'জেলার' মুক্তির দিন অফিসে-অফিসে ছুটি ঘোষণা তামিলনাড়ুতে

জেলরের মুক্তি উপলক্ষে দক্ষিণের রাজ্যের বেশ কয়েকটি অফিস এবং স্কুলে 10 অগস্টকে ছুটি ঘোষণা করা হয়েছে । শুধুমাত্র রাশি রাশি ছুটির অনুরোধ রুখতে এই কৌশলগত পদক্ষেপ নয়, বরং পাইরেসি রুখতে কোম্পানিগুলি তাঁদের কর্মীদের বিনামূল্যে ফিল্মের টিকিট দিচ্ছে ৷

জেলরের অফিসিয়াল ট্রেলার, জেলর শোকেস শিরোনামে এই মাসের শুরুর দিকে মুক্তি পেয়েছে ৷ ট্রেলারটিতে রজনীকান্ত এবং জ্যাকি শ্রফের মধ্যে একটি কৌতূহলী কথপোকথন দেখানো হয়েছে, জ্যাকি একটি ভয়ঙ্কর ফোন কল করেন। ফিল্মে তাঁরা ছাড়াও রয়েছেন প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, তামান্না ভাটিয়া, রাম্যা কৃষ্ণান, যোগী বাবু, বসন্ত রবি, এবং বিনয়কান ৷

দুই বছরের বিরতির পর জেলরের মাধ্যমে রূপালী পর্দায় প্রত্যাবর্তন ঘটছে রজনীকান্তের ৷ একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি । পরিচালক নেলসন দিলীপকুমারের সঙ্গে এটি তাঁর প্রথম ছবি ৷

ABOUT THE AUTHOR

...view details