নয়াদিল্লি, 9 এপ্রিল:বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ইস্টারের শুভেচ্ছা জানালেন অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখর ৷ অভিনেত্রীর সঙ্গ তিনি খুবই মিস করছেন বলে জানিয়েছেন তিহাড়ে বন্দি সুকেশ ৷ তাঁর দাবি, জ্যাকলিনকে "হৃদয়ের অন্তঃস্থল" থেকে ভালোবাসেন তিনি । আগামী ইস্টার জ্যাকলিনের জন্য সর্বকালের সেরা হবে, আর সেটা তিনি করে দেখাবেন বলে দাবি করেছেন অভিযুক্ত কনম্যান ৷
জ্যাকলিন ফার্নান্ডেজকে চিঠি দিয়ে সুকেশ লিখেছেন, "বেবি, তোমাকে শুভ ইস্টারের শুভেচ্ছা জানাচ্ছি ! সারা বছরে এটি তোমার প্রিয় উত্সবগুলির মধ্যে অন্যতম এবং ইস্টার এগও তুমি এত ভালোবাসো ৷ তোমার সঙ্গে এই সময় কাটানোর সুন্দর মুহূর্তগুলি মিস করছি ৷ ইস্টার এগ ভেঙে তার থেকে ক্যান্ডি খাওয়ার সময় তোমার মধ্যে একটা মিষ্টি বাচ্চা দেখতে পাই, সেটা খুব মিস করছি ৷"
সুকেশ আরও লিখেছেন যে, "তোমার কি কোনও ধারণা আছে যে তুমি কতটা সুন্দর !" সুকেশের দাবি, এই গ্রহে জ্যাকলিনের মতো সুন্দর আর কেউ নেই । জ্যাকলিনকে আদর করে 'খরগোশ' বলে সম্বোধন করে সুকেশ লিখেছেন, "আমি তোমাকে ভালোবাসি । যা কিছু হয়ে যাক, আমি আর তুমি চিরকাল একে-অপরের থাকব ৷" সুকেশের দাবি, এই অধ্যায় কেটে গিয়ে একটা ভালো অধ্যায় আসতে চলেছে ৷