পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sukesh Wishes Jacqueline: চিরকাল একে-অপরের থাকব, ইস্টারে জ্যাকলিনকে প্রেম-বার্তা তিহাড়ে বন্দি সুকেশের - Sukesh Wishes Jacqueline

তিহাড় সংশোধনাগারে বন্দি কনম্যান সুকেশ চন্দ্রশেখর চিঠি লিখে জানালেন তিনি জ্যাকলিন ফার্নান্ডেজকে কতটা ভালোবাসেন ৷ অভিনেত্রীকে ইস্টারের শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷

Jacqueline Fernandez Sukesh Chandrashekhar
জ্যাকলিন ফার্নান্ডেজ সুকেশ চন্দ্রশেখর

By

Published : Apr 9, 2023, 3:42 PM IST

নয়াদিল্লি, 9 এপ্রিল:বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ইস্টারের শুভেচ্ছা জানালেন অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখর ৷ অভিনেত্রীর সঙ্গ তিনি খুবই মিস করছেন বলে জানিয়েছেন তিহাড়ে বন্দি সুকেশ ৷ তাঁর দাবি, জ্যাকলিনকে "হৃদয়ের অন্তঃস্থল" থেকে ভালোবাসেন তিনি । আগামী ইস্টার জ্যাকলিনের জন্য সর্বকালের সেরা হবে, আর সেটা তিনি করে দেখাবেন বলে দাবি করেছেন অভিযুক্ত কনম্যান ৷

জ্যাকলিন ফার্নান্ডেজকে চিঠি দিয়ে সুকেশ লিখেছেন, "বেবি, তোমাকে শুভ ইস্টারের শুভেচ্ছা জানাচ্ছি ! সারা বছরে এটি তোমার প্রিয় উত্সবগুলির মধ্যে অন্যতম এবং ইস্টার এগও তুমি এত ভালোবাসো ৷ তোমার সঙ্গে এই সময় কাটানোর সুন্দর মুহূর্তগুলি মিস করছি ৷ ইস্টার এগ ভেঙে তার থেকে ক্যান্ডি খাওয়ার সময় তোমার মধ্যে একটা মিষ্টি বাচ্চা দেখতে পাই, সেটা খুব মিস করছি ৷"

সুকেশ আরও লিখেছেন যে, "তোমার কি কোনও ধারণা আছে যে তুমি কতটা সুন্দর !" সুকেশের দাবি, এই গ্রহে জ্যাকলিনের মতো সুন্দর আর কেউ নেই । জ্যাকলিনকে আদর করে 'খরগোশ' বলে সম্বোধন করে সুকেশ লিখেছেন, "আমি তোমাকে ভালোবাসি । যা কিছু হয়ে যাক, আমি আর তুমি চিরকাল একে-অপরের থাকব ৷" সুকেশের দাবি, এই অধ্যায় কেটে গিয়ে একটা ভালো অধ্যায় আসতে চলেছে ৷

জ্যাকলিন ফার্নান্ডেজের লাক্স কোজির সর্বশেষ বিজ্ঞাপনটি দেখার পর থেকেই তাঁকে আবারও মিস করতে শুরু করেছেন বলে জানিয়েছেন সুকেশ চন্দ্রশেখর ৷ তিনি চিঠিতে আরও লিখেছেন, "এমন একটি মুহূর্ত নেই যেই সময় আমি তোমাকে নিয়ে ভাবি না এবং আমি জানি যে তোমার সঙ্গেও একই রকম ঘটনা ঘটে ৷ আমি জানি তোমার সবচেয়ে সুন্দর হৃদয়ে কী আছে । আগামী ইস্টার হবে তোমার উদযাপন করা সর্বকালের সেরা ইস্টার ৷ আমি সেরার সেরা দিয়ে সেটা হওয়াটা নিশ্চিত করব ৷

জ্যাকলিন ফার্নান্ডেজের প্রতি তাঁর প্রেমের কাহিনি তুলে ধরে ক্রমাগত চিঠি লিখে চলেছেন সুকেশ চন্দ্রশেখর ৷ পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ এনেও চিঠি লিখছেন তিনি । জ্যাকলিনের জন্য সুকেশ একটি গানও লিখেছেন । তিনি লিখেছেন, "বেবি, মা, বাবা ও পরিবারের জন্য জানাই হ্যাপি ইস্টার ৷ ঈশ্বর আশীর্বাদ করুন !"

আরও পড়ুন:বক্স অফিসে ভালোই সাড়া, 10 দিনে ভোলার মোট আয় 70 কোটি ছুঁইছুঁই

ABOUT THE AUTHOR

...view details