হায়দরাবাদ, 24 অগস্ট:বুধবার ইতিহাস গড়েছে ইসরো ৷ প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে পদার্পণ করেছে চন্দ্রযান-3-এর ল্যান্ডার বিক্রম ৷ দেশের চন্দ্রযানের এই সাফল্য সারা দেশে সাড়া ফেলেছে ৷ ঠিক যেমন এর আগে সফলভাবে মঙ্গলে যান পাঠিয়েছিল ইসরো ৷ এবারও এসেছে সাফল্য ৷ রাজনৈতিক মহল থেকে কলাকুশলী সকলেই খুশি এই বিজ্ঞানীদের এই সাফল্যে ৷ এর আগে মঙ্গলযান তৈরির কাহিনি নিয়ে 'মিশন মঙ্গল' ছবিটি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন পরিচালক জগন শক্তি ৷ এবার তিনি কথা দিলেন চন্দ্রযান-3-এর এই সাফল্য নিয়েও ছবি তৈরি করবেন তিনি ৷
একটি সাক্ষাৎকার তিনি জানিয়েছেন, চন্দ্রযানের সাফল্য নিয়ে তৈরি কথা ইতিমধ্যেই ভাবতে শুরু করেছেন তিনি ৷ তার জন্য় প্রয়োজনীয় যে যে তথ্য সংগ্রহ করা দরকার তার কাজও চলছে ৷ প্রসঙ্গত, জগনের বোন নিজেই ইসরোর একজন অভিজ্ঞ বিজ্ঞানী ৷ তাঁর সঙ্গে কথা বলেই চিত্রনাট্য তৈরি করবেন পরিচালক ৷
পরিচালক এও জানান, 'মিশন মঙ্গল' ছবির টিমকে এক্ষেত্রেও তিনি কাজে লাগাতে চান ৷ দর্শক দরবারে বিপুল সাফল্য পেয়েছিল এই ছবিটি ৷ অক্ষয় কুমার-বিদ্যা বালনদের হাত ধরে ইসরো কীভাবে রোজ পরিশ্রম করে চলে তার কিছুটা আভাস পেয়েছিলেন দর্শক ৷ এবার আরও একবার তেমনই একটি ছবি সামনে আনার কথা ভাবছেন জগন ৷
আরও পড়ুন:নীতিশ তিওয়ারির 'রামায়ণ' থেকে সরে দাঁড়ালেন আলিয়া?
ভারতীয় বিজ্ঞানীরা যে এই প্রথম চাঁদে যান পাঠানোর চেষ্টা করলেন তা নয় ৷ ব্যর্থতাই তৈরি করে সাফল্যের সিঁড়ি ৷ 2008 চন্দ্রযান এবং পরবর্তীতে চন্দ্রযান-2-এর ব্যর্থতার পরেই সাফল্যের এই মাইলফলক ছুঁলেন দেশের বিজ্ঞানীরা ৷ মহাকাশভিত্তিক ছবি বানানোর ক্ষেত্রে বাজেট সবচেয়ে বড় বিষয় হয়ে ওঠে ৷ হলিউডে ক্রিস্টোফার নোলানের মতো পরিচালক 'ইনস্টাস্টেলর'-এর মত ছবি বানাতে খরচ করেন 1300 কোটি টাকা ৷ সেখানে জগন তাঁর 'মিশন মঙ্গল' ছবিটি বানান মাত্র 32 কোটি টাকায় ৷ একটি ইন্টারভিউতে তেমনই দাবি করেছিলেন অক্ষয় ৷ এবার এই ছবির জন্য ঠিক কত টাকার বাজেট পান জগন, সেটাই দেখার ৷