মুম্বই, 10 নভেম্বর:সুকেশ চন্দ্রশেখর আর্থিক তছরুপ মামলায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃহস্পতিবার শেষ হতে চলেছে ৷ এর আগে 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল আদালত । ইতিমধ্যেই জামিনের মেয়াদ দু'বার বাড়ানো হয়েছে ৷ গত 26 সেপ্টেম্বর থেকে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন এই নায়িকা (Jacqueline Fernandez to appear in court today)৷
জ্যাকলিনের আইনজীবী জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল দশটায় তিনি পাতিয়ালা হাউস কোর্টে পৌঁছবেন (Patiala House court)। তাঁর আইনজীবী বলেছেন যে তিনি ক্রমাগত তদন্ত সংস্থাগুলিকে সহযোগিতা করে চলেছেন ৷ যতবারই তদন্তকারী সংস্থা তাঁকে ফোন করেছে তিনি তার উত্তর দিয়েছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে হাজিরা দিয়েছেন ৷ জ্যাকলিনকে বারবার ঘণ্টার পর ঘণ্টা ধরে জেরা করা হয়েছে এবং অভিনেত্রী তার উত্তর দিতে কোনও সমস্যা করেননি ৷ এই কারণেই আদালত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে ৷ যদিও ভারতের বাইরে যেতে অনুমতি দেওয়া হয়নি ৷