নয়াদিল্লি, 17 অগস্ট:বেআইনি আর্থিক লেনদেনের মামলায় (money-laundering case) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে (ED office) আগেই হাজিরা দিতে হয়েছিল বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez reaches ED office)৷ মাল্টিমিলিয়নেয়ার সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলায় (Sukesh Chandrashekhar) সাক্ষী হিসেবে তাঁর বয়ান রেকর্ড করেছিল ইডি ৷ এবার তাঁদের ফাইল করা চার্জশিটেও যুক্ত হল তাঁর নাম ৷ প্রায় 200 কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের মামলায় এবার বিপাকে অভিনেত্রী (Chargesheet on Jacqueline Fernandez)৷
অভিযোগ উঠেছিল কোটি কোটি টাকার তোলাবাজির কারবার চালায় এই সুকেশ ৷ এমনকী, নির্বাচন কমিশনকে ঘুষ দেওয়ার একটি ঘটনাতেও নাম যুক্ত হয় তার ৷ প্রায় দু'শো কোটির আর্থিক প্রতারণার মামলায় তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় ৷ এই সূত্র ধরেই তাঁর ঘনিষ্ঠ হিসাবে সামনে আসে বলিউড অভিনেত্রী জ্যাকলিনের নাম ৷ তাঁকেও জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি ৷ তবে চার্জশিটে নাম থাকলেও এখনই অ্যারেস্ট নাও করা হতে পারে জ্যাকলিনকে ৷ তবে তিনি এই মুহূর্তে কোনওভাবেই বিদেশে যেতে পারবেন না ৷