নয়াদিল্লি, 5 জুলাই: পাতিয়ালা হাউস কোর্টে হাজিরা দিলেন বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ ৷ বুধবার তাঁর সঙ্গে আদালতে উপস্থিত হয়েছেন তাঁর আইনজীবীও । কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত 200 কোটি টাকার বেআইনি অর্থ পাচার মামলায় অভিযুক্ত জ্যাকলিন ৷ এ দিন আদালতে এই মামলার শুনানি শুরু হয়েছে ।
এর আগে, গত মে মাসে মামলার শুনানির সময় আদালত জ্যাকলিন ফার্নান্ডেজকে 25 মে থেকে 12 জুন পর্যন্ত বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছিল । বিদেশ সফরে জ্যাকলিনকে 25 থেকে 27 মে আইফা অ্যাওয়ার্ডের জন্য আবুধাবিতে এবং 28 মে থেকে 12 জুন পর্যন্ত ফিল্মের শুটিংয়ের জন্য মিলানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল ।
200 কোটি টাকার মানি লন্ডারিং মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তার চার্জশিটে সুকেশ চন্দ্রশেখরের পাশাপাশি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজেরও নামে অভিযোগ এনেছে । এ দিকে, অভিনেত্রী নোরা ফাতেহিকে সুকেশ চন্দ্রশেখর উপহার দিতেন বলে উল্লেখ করায় জ্যাকলিনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন নোরা । সেই মামলার জন্যও জ্যাকলিনকে পাতিয়ালা হাউস কোর্টে চক্কর কাটতে হচ্ছে । বেআইনি অর্থ পাচার মামলায় জ্যাকলিনকে দফায় দফায় জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।