মুম্বই, 28 জুলাই:শমিতা শেঠি-রাকেশ বাপাতের বিচ্ছেদ খবরের রেশ যেতে না যেতেই ফের বিচ্ছেদের খবরে মন ভেঙেছিল টাইগার শ্রফ-দিশা পাটানি অনুরাগীদের ৷ একসঙ্গে পথ চলা শেষ করেছেন দিশা-টাইগার জুটিও ৷ বলিউডের এই পাওয়ার কাপেলকে নিয়ে চর্চার অন্ত নেই দর্শক মহলে ৷ কয়েকদিন আগে দিশার জন্মদিনেও তাঁকে উইশ করতে দেখা গিয়েছিল টাইগারকে ৷ এবার তাঁদের এই বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন টাইগারের বাবা তথা বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ(Jackie Shroff on Tiger Shroff and Disha Patani Breakup) ৷
মিডিয়া রিপোর্ট অনুযায়ী জ্যাকি নাকি বলেছেন তাঁরা দু'জনে একথা কখনওই মানেননি যে তাঁরা সম্পর্কে রয়েছেন ৷ টাইগার-দিশা শুধুই ভাল বন্ধু ৷ জ্যাকি বলেন, 'টাইগার এবং দিশা সবসময় ভালো বন্ধু ছিলেন এবং থাকবেন ৷ আমি তাদের একসঙ্গে বাইরে যেতে দেখেছি ৷ কিন্তু তার মানে অবশ্য এই নয় যে আমি আমার ছেলের প্রেমজীবনের দিকে নজর রাখি ৷ " তিনি এও জানান ছেলের ব্যক্তিগত জীবনে নাক গলানো তিনি পছন্দ করেন না ৷ তবে ওরা শুধুই ভালো বন্ধু এবং তা আছে আর থাকবেও ৷