মুম্বই, 9 নভেম্বর: সোশাল মিডিয়ায় তীব্র ট্রোলিংয়ের শিকার হয়ে মুখ খুললেন দক্ষিণী নায়িকা রশ্মিকা মান্দানা ৷ সরাসরি এই বিষয়ে ট্রোলারদের বার্তা দিলেন তিনি ৷ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি দীর্ঘ নোট এবং ছবি পোস্ট করেছেন এই নায়িকা (Rashmika Mandanna on trolls) ৷
তিনি লেখেন, "গত কয়েকদিন, মাস বা কয়েক বছরে কয়েকটা জিনিস আমাকে ভীষণ বিব্রত করেছে এবং আমি মনে করি এই বিষয়গুলি এবার সামনে আনার সময় এসেছে ৷ আমি কেবল নিজের জন্য বলছি - আমার বিষয়টি নিয়ে কিছু করা উচিত ছিল অনেক বছর আগে। আমি আমার কর্মজীবন শুরু করার পর থেকে প্রচুর ঘৃণার শিকার হয়েছি ৷ অনেক ট্রোলারদের এবং নেতিবাচক মানসিকতার জন্য আক্ষরিক অর্থেই যেন এটি পাঞ্চিং ব্যাগ। আমি জানি আমি যে জীবন বেছে নিয়েছি তার জন্য় মূল্য দিতে হয় এবং আমি সকলের জন্য নই ৷ আশাও করি না যে, প্রত্য়েক ব্যক্তির কাছে আমি ভালোবাসা পাব ৷ কিন্তু এর মানে এই নয় যে আপনার আমাকে ভালো লাগে না তাই আপনি যত ইচ্ছে নেতিবাচক প্রচার করে যাবেন (Rashmika Mandanna on online hate) ৷"
তাঁর মতে গঠনমূলক সমালোচনা অবশ্য়ই কাম্য, কিন্তু যেভেবে ইন্টারনেটে তাঁকে নিয়ে উপহাস করা হয় তা মোটেই মেনে নেওয়া যায় না ৷ রশ্মিকা আরও লেখেন, "শুধুমাত্র আমি জানি যে আমি দিনের পর দিন যে কাজ করেছি, তা আপনাদের সবাইকে খুশি করার জন্য ।... কিন্তু এটা হৃদয় ভেঙে দেয় এবং বেশ হতাশাও জাগায় যখন আমাকে ইন্টারনেটে উপহাস করা হয় ৷ বিশেষত এমন কিছু কথার জন্য় যা আমি কখনওই বলিনি ৷...ইন্টারনেট জুড়ে যে মিথ্যা আখ্যান ছড়িয়ে দেওয়া হচ্ছে তা আমার শিল্পের জন্য এবং আমার সম্পর্কের জন্য খুব ক্ষতিকারক হতে পারে। আমি গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাই কারণ এটা আমায় উন্নতি করতে সাহায্য় করে ৷ কিন্তু ঘৃণ্য নেতিবাচকতা আর ঘৃণার কী প্রয়োজন আছে(Rashmika Mandanna post on negativity and trolls)?"
আরও পড়ুন:মাতৃহারা হলেন অভিনেত্রী দেবশ্রী রায়
তাঁর কথায়, "বহুদিন ধরেই আমাকে বলা হয়েছে এসব এড়িয়ে যেতে ৷ আজ এই নিয়ে কথা বলেও আমি কিছু জিতে নিতে চাইছি না ৷ কিন্তু এই যে ঘৃণা আমাকে সহ্য করতে হচ্ছে তার জন্য বাধ্য হয়ে আমি নিজেকে কোনও 'আবদ্ধ' মানুষে বদলে ফেলতে চাই না ৷" তাঁর লেখায় গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে এবং সকলকে ভালোবাসা জানিয়ে তাঁর বার্তাটি শেষ করেছেন অভিনেত্রী ৷ রশ্মিকাকে শেষ পর্দায় দেখা গিয়েছে অমিতাভ বচ্চনের সঙ্গে গুডবাই ছবিতে ৷ বলিউডে আরও একগুচ্ছ কাজ রয়েছে তাঁর হাতে ৷ এছাড়া বর্তমানে আল্লু অর্জুনের 'পুষ্পা' ছবির পরবর্তী অধ্য়ায়ের জন্যও শুটিং করছেন তিনি ৷