পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Samantha Citadel India Shoot: লম্বা ছুটির আগে কাজ শেষ ! সামান্থার 'সিটাডেল ইন্ডিয়া'র শুটিংয়ের সমাপ্তি - citadel india

বিরতির আগে তাঁর সমস্ত প্রজেক্টের কাজ শেষ করছেন সামান্থা ৷ এবার 'সিটাডেল ইন্ডিয়া'র শুটিং শেষ করলেন অভিনেত্রী ৷

Samantha Citadel India Shoot
বিরতির জন্য তৈরি সামান্থা

By

Published : Jul 13, 2023, 8:24 PM IST

হায়দরাবাদ, 13 জুলাই: আগামীতে অভিনয় থেকে বেশ দীর্ঘ বিরতি নিতে চলেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ৷ শরীরে এক ভয়ংকর রোগ বাসা বেঁধেছে তাঁর ৷ মায়োসাইটিস নামক এই রোগের জেরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে সামান্থার ৷ আর সেই কারণেই মার্কিন মুলুকে গিয়ে রোগের চিকিৎসা করাতে চলেছেন এই অভিনেত্রী ৷ মোটামুটি চিকিৎসার জন্য এক বছরের ছুটি নিতে পারেন তিনি ৷ তবে তার আগে বৃহস্পতিবার একটি সেলফি পোস্ট করে তাঁর আসন্ন প্রজেক্ট 'সিটাডেল ইন্ডিয়া'র শুটিং শেষের ঘোষণা করলেন এই দক্ষিণি সুন্দরী ৷

সামান্থা এদিন একটি সেলফি পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ৷ সঙ্গে তিনি লেখেন, "13 জুলাই আমার কাছে একটি বিশেষ দিন হয়ে থাকবে ৷ সিটাডেল ইন্ডিয়ার শুটিং শেষ ৷" গত সপ্তাহেই তাঁর 'খুশি' ছবির শুটও শেষ করেছেন সামান্থা ৷ এই ছবিতে তাঁকে দেখা যাবে বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে ৷ শিব নির্ভানা পরিচালিত এই ছবিটি প্রেক্ষাগৃহে আসতে চলেছে আগামী সেপ্টেম্বরে ৷ যদিও এই ছবিটি দেখা যাবে শুধুই তেলেগু, তামিল এবং মালয়ালাম ভাষায় ৷

সামান্থার সিটাডেল ইন্ডিয়ার শুটিং শেষ

তবে 'সিটাডেল ইন্ডিয়া'র ক্ষেত্রে ভাষা কোনও বাধা হয়ে দাঁড়াবে না সামান্থার দেশব্যাপী ফ্যানেদের জন্য় ৷ কারণ সামান্থার এই ছবি আসতে চলেছে হিন্দি ভাষায় ৷ রাজ এবং ডিকে পরিচালিত এই প্রজেক্টে তিনি জুটি বাঁধতে চলেছেন বরুণ ধাওয়ানের সঙ্গে ৷ আসলে 'সিটাডেল' একটি হলিউডি থ্রিলার প্রজেক্ট ৷ যেখানে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গিয়েছিল প্রধান নারী চরিত্রে ৷ আর 'সিটাডেল ইন্ডিয়া'তে তাঁর জায়গায় দেখা যাবে সামান্থাকে ৷

আরও পড়ুন:সারা শরীরে কাঁচের কাপ, যন্ত্রণার উপশমে প্রাচীন চিকিৎসায় আস্থা দেবের

তাই সামান্থার এই প্রজেক্ট নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে ৷ 'সিটাডেল ইন্ডিয়া'র মুক্তির তারিখ যদিও এখনও সামনে আসেনি ৷ তবে এই সিরিজে কীভাবে হলিউডি গল্পটির ভারতীয়করণ করেন নির্মাতার তা দেখতে মুখিয়ে আছেন সকলে ৷ 'সিটাডেল ইন্ডিয়া'য় সামান্থা এবং বরুণের সঙ্গেই স্ক্রিনশেয়ার করতে চলেছেন সিকান্দর খের, শ্রুতি শেঠ, অপূর্বা আরোরা, ঈশিতা চৌহান, এমা ক্য়ানিং এবং উদয়ভানু মাহেশ্বরণ ৷

ABOUT THE AUTHOR

...view details