হায়দরাবাদ, 13 জুলাই: আগামীতে অভিনয় থেকে বেশ দীর্ঘ বিরতি নিতে চলেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ৷ শরীরে এক ভয়ংকর রোগ বাসা বেঁধেছে তাঁর ৷ মায়োসাইটিস নামক এই রোগের জেরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে সামান্থার ৷ আর সেই কারণেই মার্কিন মুলুকে গিয়ে রোগের চিকিৎসা করাতে চলেছেন এই অভিনেত্রী ৷ মোটামুটি চিকিৎসার জন্য এক বছরের ছুটি নিতে পারেন তিনি ৷ তবে তার আগে বৃহস্পতিবার একটি সেলফি পোস্ট করে তাঁর আসন্ন প্রজেক্ট 'সিটাডেল ইন্ডিয়া'র শুটিং শেষের ঘোষণা করলেন এই দক্ষিণি সুন্দরী ৷
সামান্থা এদিন একটি সেলফি পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ৷ সঙ্গে তিনি লেখেন, "13 জুলাই আমার কাছে একটি বিশেষ দিন হয়ে থাকবে ৷ সিটাডেল ইন্ডিয়ার শুটিং শেষ ৷" গত সপ্তাহেই তাঁর 'খুশি' ছবির শুটও শেষ করেছেন সামান্থা ৷ এই ছবিতে তাঁকে দেখা যাবে বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে ৷ শিব নির্ভানা পরিচালিত এই ছবিটি প্রেক্ষাগৃহে আসতে চলেছে আগামী সেপ্টেম্বরে ৷ যদিও এই ছবিটি দেখা যাবে শুধুই তেলেগু, তামিল এবং মালয়ালাম ভাষায় ৷