হায়দরাবাদ, 8 এপ্রিল:আসন্ন প্রজেক্টের শ্য়ুটিংয়ের কাজ শেষ করলেন কৃতি শ্যানন এবং শাহিদ কাপুর ৷ এই প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন এই তারকা জুটি ৷ খুব বেশি কিছু এই ছবির ব্য়াপারে অবশ্য় এই এখনও জানা যায়নি ৷ এমনকী নির্মাতারা এও জানাননি এই ছবির নাম কী হতে চলেছে ৷ তবে শনিবার এই ছবির শ্য়ুটিং সমাপ্তির কথা ঘোষণা করেছেন নির্মাতারা ৷ জানা গিয়েছে ছবিটি আদ্য়প্রান্ত রোম্য়ান্টিক ৷ আর এবছর অক্টোবরেই পর্দায় আসতে চলেছে শাহিদ-কৃতির এই প্রেমের কাহিনি ৷
শাহিদ-কৃতির এই রোম্যান্টিক ছবির কাহিনি রচনা এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন অমিত যোশী এবং অনুরাধা শাহ ৷ আর ছবির প্রযোজনার দায়িত্ব নিতে চলেছেন জ্য়োতি দেশপাণ্ডে, লক্ষণ উতেকর এবং তাঁদের সঙ্গেই প্রযোজনায় যুক্ত হয়েছে দীনেশ ভিজান ম্য়াডক ফিল্মসও ৷ এদিন ছবির শ্য়ুটিং শেষের কথা ঘোষণা করে ছবির একটি পোস্টারও সামনে এনেছেন নির্মাতারা ৷ যেখানে সমুদ্রসৈকতে বাইকে বসে রোম্যান্টিক মেজাজে সময় কাটাতে দেখা গিয়েছে কৃতি-শাহিদকে ৷