পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Shahid Kriti New Film: শেষ হল কৃতি-শাহিদের প্রথম ছবির শ্যুটিংয়ের কাজ - কৃতি শ্যানন

কৃতি শ্যানন-শাহিদ কাপুর প্রথমবার জুটি বাঁধলেন কোনও ছবিতে ৷ শনিবার শেষ হল অমিত যোশী এবং অনুরাধা শাহ পরিচালিত এই ছবির শ্য়ুটিং ৷

Shahid Kriti New Film
কৃতি শাহিদের নতুন ছবির শ্য়ুটিংয়ের কাজ শেষ করলেন নির্মাতারা

By

Published : Apr 8, 2023, 7:00 PM IST

হায়দরাবাদ, 8 এপ্রিল:আসন্ন প্রজেক্টের শ্য়ুটিংয়ের কাজ শেষ করলেন কৃতি শ্যানন এবং শাহিদ কাপুর ৷ এই প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন এই তারকা জুটি ৷ খুব বেশি কিছু এই ছবির ব্য়াপারে অবশ্য় এই এখনও জানা যায়নি ৷ এমনকী নির্মাতারা এও জানাননি এই ছবির নাম কী হতে চলেছে ৷ তবে শনিবার এই ছবির শ্য়ুটিং সমাপ্তির কথা ঘোষণা করেছেন নির্মাতারা ৷ জানা গিয়েছে ছবিটি আদ্য়প্রান্ত রোম্য়ান্টিক ৷ আর এবছর অক্টোবরেই পর্দায় আসতে চলেছে শাহিদ-কৃতির এই প্রেমের কাহিনি ৷

শাহিদ-কৃতির এই রোম্যান্টিক ছবির কাহিনি রচনা এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন অমিত যোশী এবং অনুরাধা শাহ ৷ আর ছবির প্রযোজনার দায়িত্ব নিতে চলেছেন জ্য়োতি দেশপাণ্ডে, লক্ষণ উতেকর এবং তাঁদের সঙ্গেই প্রযোজনায় যুক্ত হয়েছে দীনেশ ভিজান ম্য়াডক ফিল্মসও ৷ এদিন ছবির শ্য়ুটিং শেষের কথা ঘোষণা করে ছবির একটি পোস্টারও সামনে এনেছেন নির্মাতারা ৷ যেখানে সমুদ্রসৈকতে বাইকে বসে রোম্যান্টিক মেজাজে সময় কাটাতে দেখা গিয়েছে কৃতি-শাহিদকে ৷

শাহিদকে শেষবার দেখা গিয়েছে 'ফরজি' ওয়েব সিরিজে ৷ আর সিরিজের জন্য আপাতত বেশ প্রশংসা কুড়োচ্ছেন তিনি ৷ প্রসঙ্গত, শাহিদের হাতে এই মুহূর্তে আরও একটি ছবির কাজ রয়েছে ৷ আলি আব্বাস জাফরের পরিচালিত আসন্ন এই অ্যাকশন ছবিটির নাম 'ব্লাডি ড্যাডি' ৷ এই ছবিটি আদতে ফরাসি ছবি 'নুইট ব্লাঞ্চে' (নির্ঘুম রাত) থেকে অনুপ্রাণিত ৷

অন্যদিকে কৃতি এখন ব্যস্ত তাঁর নতুন ছবি 'আদি পুরুষ' নিয়ে ৷ এই ছবিতে প্রভাসের সঙ্গে স্ক্রিনশেয়ার করতে দেখা যাবে তাঁকে ৷ কৃতি এই ছবিতে অভিনয় করতে চলেছেন সীতার চরিত্রে ৷ অন্যদিকে এই ছবি ছাড়াও আগামীতে আরও একটি প্রোজেক্টে কাজ করতে চলেছেন নায়িকা ৷ 'দ্য ক্রু' নামের এই প্রোজেক্টে তিনি জুটি বাঁধতে চলেছেন করিনা কাপুর এবং টাব্বুর সঙ্গে ৷ এই ছবির শ্যুটিং শুরু হয়েছে গত মাসেই ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজেশ কৃষ্ণান ৷

আরও পড়ুন:জাহ্নবী থেকে ভূমি, কিয়ারা, 'ফ্রাইডে নাইট' এ রেড কার্পেটে ঝড় তুললেন বলি সুন্দরী

ABOUT THE AUTHOR

...view details