পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Ranbir Rashmika in Manali : নতুন ছবির শ্যুটিংয়ের জন্য় মানালিতে রণবীর-রশ্মিকা - it happening ranbir kapoor rashmika mandanna in manali for animal shoot

পরের ছবি 'অ্যানিম্যাল'-এর প্রথম পর্বের শ্যুটিংয়ের জন্য় রশ্মিকা মান্দানার সঙ্গে হিমাচলপ্রদেশে পৌঁছলেন রণবীর কাপুর (Ranbir Rashmika in Manali for Animal Shoot)৷

Ranbir Rashmika in Manali
নতুন ছবির শ্যুটিংয়ের জন্য় মানালিতে রণবীর-রশ্মিকা

By

Published : Apr 22, 2022, 12:27 PM IST

নয়াদিল্লি, 22 এপ্রিল : সাতপাকে বাঁধা পড়ার পর বিয়ের ছুটি শেষ করে ইতিমধ্য়েই কাজে ফিরেছেন আলিয়া ভাট । এবার নিজের পরের ছবির কাজ শুরু করে দিলেন রণবীর কাপুরও ৷ পরের ছবি 'অ্যানিম্যাল'-এর প্রথম পর্বের শ্যুটিংয়ের জন্য় হিমাচলপ্রদেশের মানালিতে পৌঁছালেন এই সুপারস্টার ৷ এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দক্ষিণী সুন্দরী রশ্মিকা মান্দানা ৷ দলের সঙ্গে মানালি পৌঁছে গিয়েছেন পর্দার শ্রীবল্লীও (Ranbir Rashmika in Manali for Animal Shoot) ৷

রশ্মিকা এবং রণবীরের ছবি এখন রীতিমত ভাইরাল সোশ্য়াল মিডিয়ায় ৷ একদিকে যেমন রণবীর এদিন ক্যামেরায় ধরা দিলেন স্টাইলিশ কালো জ্যাকেট আর সাদা প্যান্টে, তেমনই রশ্মিকার সাজও মন টেনেছে নেটিজেনদের ৷ রশ্মিকা এদিন সামনে এলেন সাদা টিশার্ট, ট্রাডিশনাল হিমাচলি টুপি আর কালো প্যান্টে ৷ এই প্রজেক্টে এর আগে অবশ্য রণবীরের বিপরীতে কাজ করার কথা ছিল পরিণীতি চোপড়ার ৷ কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে এই ছবি থেকে নিজেকে নিজেকে সরিয়ে নেন তিনি ৷

আরও পড়ুন : মুঠোফোনেই দেখতে পাবেন বচ্চনের 'ঝুন্ড', শীঘ্রই আসছে ওটিটি-তে

'অ্যানিম্যাল' মূলত একটি ক্রাইম ড্রামা যা পরিচালনা করতে চলেছেন পরিচালক সন্দীপ রেড্ডি ৷ জানা গিয়েছে, ছবিতে বিশেষ বিশেষ চরিত্রে দেখা যাবে ববি দেওল এবং অনিল কাপুরকেও ৷ প্রযোজনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ভূষণ কুমার এবং কৃষণ কুমার অর্থাৎ ট্রাই সিরিজের ব্য়ানারেই মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ খবর অনুযায়ী আগামি বছর 11 আগস্ট পর্দায় আসতে পারে এই ছবি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details