কলকাতা, 1 নভেম্বর:গাজার উপর রক্তক্ষয়ী হামলার জন্য ইজরায়েলের বিরুদ্ধে মুখ খুললেন প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার ৷ ইজরায়েলের নির্বিচারে বোমাবর্ষণের ফলে গাজার মৃত্যুমিছিল দেখেও আন্তর্জাতিক মহল কেন কোনও পদক্ষেপ করছে না, সেই প্রশ্নই ইঙ্গিতে ছুড়ে দিয়েছেন তিনি ৷ বুধবার এই নিয়ে তিনি সরব হন তাঁর সোশাল মিডিয়ার পাতায় ৷
এ দিন জাভেদ আখতার তাঁর এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) একটি পোস্টে লিখেছেন,
"তাহলে ইজরায়েল এখন হিরোশিমা ও নাগাসাকির উদাহরণ টেনে গাজার অসহায় বেসামরিক নাগরিকদের উপর নির্বিচার বোমাবর্ষণকে সঠিক হিসেবে তুলে ধরে যুক্তি দিচ্ছে !!!..আর তথাকথিত সভ্য বিশ্ব তা শুনছে । তারা সেই একই মানুষ যারা আমাদের মানবাধিকার শেখায় ।"
উল্লেখ্য, আমেরিকান আধিকারিকদের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনে ইজরায়েলি কর্মকর্তারা গাজায় বোমাবর্ষণের যুক্তি দেওয়ার জন্য হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শক্তির পারমাণবিক বোমা নিক্ষেপ-সহ জার্মানি এবং জাপানে বোমা হামলার কথা উল্লেখ করেছেন বলে একটি প্রতিবেদনে দাবি করেছে দ্য নিউইয়র্ক টাইমস ৷ গত কয়েকদিনে আমেরিকার জো বাইডেন প্রশাসন ইজরায়েল-হামাস যুদ্ধের বিষয়ে তাদের অবস্থান পরিবর্তন করার সময় ইজরায়েলি কর্মকর্তারা এই তথ্যটি প্রকাশ করেছেন । সেই প্রসঙ্গ টেনেই আন্তর্জাতিক মহলকে বিঁধেছেন জাভেদ আখতার ৷