হায়দরাবাদ, 8 সেপ্টেম্বর: বলিউডের বাদশার আবারও রাজত্ব শুরু রূপোলি পর্দা জুড়ে ৷ প্রথম দিনেই শাহরুখ খানের 'জওয়ান' রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে বক্স অফিসে ৷ আর এবার কবে ওটিটিতে আসবে এই ছবি তা নিয়েও শুরু হয়ে গেল শোরগোল ৷ ছবির প্রথম দিনের কালেকশন দেখেই বোঝা গিয়েছে আগামী উইকএন্ডে ঠিক কতখানি ঝড় তুলবে শাহরুখের ছবি ৷ আর তাই ওটিটি ঠিক কোন প্লার্টফর্মে আসবে এই ছবি ৷ কত টাকায় বিকোবে ছবিটি তা জানতে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন সকলেই ৷
শাহরুখের হোম প্রোডাকশন রেডি চিলিজ এন্টারটেইনমেন্টের অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, ডিজনি প্লাস হটস্টার, জি5, ভুট এবং সনি লিভের মতো অনেকগুলি প্লার্টফর্মের সঙ্গেই ভালো যোগাযোগ রয়েছে ৷ নেটফ্লিক্সে আর কয়েক মাসের মধ্যেই মুক্তি পেতে চলেছে শাহরুখ কন্যা সুহানার প্রথম ছবি 'দ্য আর্চিস' ৷ তাহলে কি মেয়ের প্লার্টফর্মকেই নিজের জন্য বেছে নেবেন বাবাও? বেশ কিছু সংবাদ মাধ্যমের রিপোর্ট কিন্তু তেমনটাই ৷
হ্যাঁ, বেশ কিছু সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, নেটফ্লিক্সের কাছেই তাঁর নতুন ছবির ডিজিটাল রাইটস, স্যাটালাইট ব্রডকাস্টিং এবং গানের রাইটস বিক্রি করতে চলেছেন শাহরুখ ৷ ঠিক কত টাকায় বিকোল এই ছবি? জানা গিয়েছে প্রায় 250 কোটি টাকা এর মাধ্যমেই ঘরে তুলে নিতে পারে শাহরুখ খানের হোম প্রোডাকশন ৷
আরও পড়ুন:মুকুটে নতুন পালক, প্রথম দিনেই ইতিহাস লিখল কিং খানের 'জওয়ান'
নেটফ্লিক্সের সঙ্গে এর আগেও শাহরুখ-গৌরির প্রোডাকশন কাজ করেছে ৷ তাঁদের প্রযোজনাতেই এর আগে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ডার্লিংস ৷ আর আগামীতে শাহরুখ কন্যা সুহানার অভিষেক প্রজেক্টটিও প্রযোজনা করছে তাঁদের হোম প্রোডাকশনই ৷ যদিও শাহরুখের 'পাঠান' ছবিটি মুক্তি পেয়েছিল আমাজন প্রাইম ভিডিয়োতে ৷ তবে সেই ছবির প্রযোজনার দায়িত্ব ছিল যশরাজ ফিল্মসের ওপর ৷ তবে 'জওয়ান' প্রযোজনা করছেন শাহরুখ নিজেই ৷ আর তাই এক্ষেত্রে তিনি নেটফ্লিক্সকেই বেছে নিতে পারেন বলে মনে করা হচ্ছে ৷