মুম্বই, 23 সেপ্টেম্বর: তাঁর আগামী ছবি 'জওয়ান' নিয়েই এখন সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন শাহরুখ খান ৷ এই ছবিতে তিনি স্ক্রিনশেয়ার করবেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে ৷ পরিচালক অ্য়াটলির মশালাদার এই ছবিতে পুরোপুরি অ্যাকশন মুডে ধরা দেবেন কিং খান ৷ তাঁর এই ছবিতে কি থাকছেন দক্ষিণী স্টার থালাপতি বিজয়ও ? এমনই চর্চা শুরু হয়েছে অভিনেতা সাম্প্রতিক একটি পোস্ট ঘিরে ৷
শনিবার অ্য়াটলি তাঁর জন্মদিনের একটি মুহূর্ত শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ সেখানে দুই সুপারস্টারকেই দেখা গিয়েছে তাঁর পাশে (Thalapathy Vijay moves to Bollywood) ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "আমার জন্মদিনে আমি আর কী চাইতে পারি ! দুই স্তম্ভের সঙ্গে সর্বকালের সেরা জন্মদিন । আমার প্রিয় শাহরুখ স্য়ার এবং বিজয় (Atlee latest post leaves fans curious )৷"
তাঁর এই পোস্ট থেকেই শুরু হয়েছে তবে কি 'জওয়ান' ছবিতে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বিজয়ও (Is Thalapathy Vijay part of Shah Rukh Khan Jawan) ? কারণ আগেই জানা গিয়েছিল, এই ছবিতে কিং খানের বিপরীতে কোনও একজন দাপুটে অভিনেতাকে খুঁজছেন পরিচালক (Telugu star Thalapathy Vijay news)৷ নাম এসেছিল বিজয় সেতুপতিরও ৷ ছবিতে কিং খানের ফার্স্ট লুক ইতিমধ্যেই বেশ শোরগোল ফেলেছে ৷