অমরাবতী, 23 নভেম্বর: 'সুররাই পোত্রু' ছবির হাত ধরে ইতিমধ্য়েই জাতীয় মঞ্চে নিজের স্থায়ী আসন তৈরি করে নিয়েছেন পরিচালক সুধা কোঙ্গারা ৷ এখন তিনি কাজ করছেন অক্ষয় কুমারের সঙ্গে ৷ 'সুররাই পোত্রু' ছবিরই হিন্দি রিমেক নির্মানে মন দিয়েছেন সুধা ৷ তবে সূত্রের খবর এই কাজ শেষ হলে শিল্পপতি রতন টাটার জীবনের কাহিনি রূপোলি পর্দায় তুলে ধরবেন এই দক্ষিণী পরিচালক (Ratan Tatas life story on screen)৷ বর্তমানে এই গল্প নিয়ে গবেষণা চলেছে । শুধু তাই নয়, শোনা যাচ্ছে চিত্রনাট্য় তৈরির কাজও নাকি শুরু হয়ে গিয়েছে (Biopic on Ratan Tata)৷
নতুন এই ছবিতে রতন টাটার চরিত্রে কাকে দেখবেন দর্শকরা(Is Ratan Tatas life story coming on big screen )? এই নিয়ে নির্মাতারা মুখ খোলেননি ঠিকই তবে জানা গিয়েছে তালিকায় রয়েছে দু'টি নাম ৷ তাঁদের একজন দক্ষিণী সুপারস্টার সূর্য এবং অন্যজন অভিষেক বচ্চন ৷ অভিষেকের ইতিমধ্য়েই বায়োপিকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ৷ তাঁর 'দ্য় বিগ বুল' বেশ নজর কেড়েছিল দর্শকদের ৷ ছবিতে হর্ষল মেহেতার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ৷ তবে সুধা এবার কাকে বেছে নেন সেদিকেই নজর থাকবে দর্শকদের ৷ তাছাড়া পর্দার গুরুকান্ত দেশাইয়ের মধ্যে অনেকেই ধীরুভাই আম্বানিকে দেখেছিলেন ।