পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Nusrat Jahan: এবার কি 'বিগ বস'-এর ঘরে পা নুসরতের ? উত্তরে কী বললেন টলিকন্যা - Divya Khosla Kumar

গুঞ্জন পিছু ছাড়ে না তাঁর, তিনি নুসরত জাহান (Nusrat Jahan)। তাঁর বিয়ে, বিচ্ছেদ, প্রেম এমনকী মা হওয়া নিয়েও কম তোলপাড় হয়নি টলি থেকে বলি। আর এবার নাকি শোনা যাচ্ছে তিনি পাড়ি দিচ্ছেন বলিপাড়ায় ৷ আর তা হল সলমন খানের (Salman Khan) 'বিগ বস'-এ (Big Boss)। এ নিয়ে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হলে, কী উত্তর দিলেন ? জেনে নিন...

Nusrat Jahan
এবার কি 'বিগ বস'-এর ঘরে পা নুসরতের?

By

Published : Sep 2, 2022, 8:43 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: সম্প্রতি জানা গিয়েছে সলমন খানের শো 'বিগ বস' হাউজের (Big Boss House) অতিথি হতে চলেছেন 'বিতর্কিত' টলিকন্যা নুসরত জাহান (Nusrat Jahan) ৷ বিগ বস মানেই বিতর্ক ৷ সেখানে সুযোগ পেতে হলে হতে হয় বিতর্কিত ৷ থাকতে হবে খবরের শিরোনামে ৷ আর নুসরত তো অবশ্যই বিতর্কিত ৷ তাঁর বিয়ে, বিচ্ছেদ, প্রেম এমনকী মা হওয়া নিয়েও কম তোলপাড় হয়নি টলি থেকে বলি। তাই তিনি যে বিতর্কিত তা বলার অপেক্ষা রাখে না ৷ তাই হয়তো নজর পড়েছে 'বিগ বস'-এর (Salman Khan's Show Big Boss)!

শোনা যাচ্ছে, বিগ বস সংস্থার সঙ্গে নাকি প্রাথমিক কথাবার্তা সেরেও ফেলেছেন নুসরত ৷ এবার আসি অভিনেত্রী কি সত্যিই যাচ্ছেন সল্লু ভাইয়ের দরবারে ? এই ব্যাপারে মুখে কিন্তু কুলুপ এঁটেছেন অভিনেত্রী। তাঁর সঙ্গে দূরভাষে যোগাযোগ করার চেষ্টা করা হলে পাওয়া যায়নি। অন্যদিকে চ্যানেলের জনসংযোগ আধিকারিকের কাছ থেকেও সঠিক কোনও উত্তর মেলেনি। কিন্তু টলিউডে জোর গুঞ্জন তিনি যাচ্ছেন। তবে উত্তর দেবে সময়।

আরও পড়ুন:পুজোর ফ্যাশনে মাতলেন নুসরত

অন্যদিকে, যশ দাশগুপ্ত ইতিমধ্যেই পা বাড়িয়েছেন বলিউডে। দিব্যা খোসলা কুমারের (Divya Khosla Kumar) সঙ্গে তিনি জুটি বেঁধেছেন নতুন হিন্দি ছবিতে। প্রসঙ্গত, অভিনেত্রীর পাশাপাশি নুসরত বসিরহাট কেন্দ্রের সাংসদও বটে। 'বিগ বস' হাউজে যাওয়া মানেই কয়েক মাসের সফর। যদি এই রটনা ঘটনায় পরিণত হয় তা হলে কেন্দ্রের দায়িত্ব সামলাবে কে ? এর পাশপাশি বাড়িতে রয়েছে ছোট্ট ঈশান। কী করবে মাম্মিকে ছাড়া ৷ সবমিলিয়ে নুসরতকে বিগ বস 16-এর হাউজে দেখা যাবে কি না, তা বলবে সময় ৷

ABOUT THE AUTHOR

...view details