কলকাতা, 2 সেপ্টেম্বর: সম্প্রতি জানা গিয়েছে সলমন খানের শো 'বিগ বস' হাউজের (Big Boss House) অতিথি হতে চলেছেন 'বিতর্কিত' টলিকন্যা নুসরত জাহান (Nusrat Jahan) ৷ বিগ বস মানেই বিতর্ক ৷ সেখানে সুযোগ পেতে হলে হতে হয় বিতর্কিত ৷ থাকতে হবে খবরের শিরোনামে ৷ আর নুসরত তো অবশ্যই বিতর্কিত ৷ তাঁর বিয়ে, বিচ্ছেদ, প্রেম এমনকী মা হওয়া নিয়েও কম তোলপাড় হয়নি টলি থেকে বলি। তাই তিনি যে বিতর্কিত তা বলার অপেক্ষা রাখে না ৷ তাই হয়তো নজর পড়েছে 'বিগ বস'-এর (Salman Khan's Show Big Boss)!
শোনা যাচ্ছে, বিগ বস সংস্থার সঙ্গে নাকি প্রাথমিক কথাবার্তা সেরেও ফেলেছেন নুসরত ৷ এবার আসি অভিনেত্রী কি সত্যিই যাচ্ছেন সল্লু ভাইয়ের দরবারে ? এই ব্যাপারে মুখে কিন্তু কুলুপ এঁটেছেন অভিনেত্রী। তাঁর সঙ্গে দূরভাষে যোগাযোগ করার চেষ্টা করা হলে পাওয়া যায়নি। অন্যদিকে চ্যানেলের জনসংযোগ আধিকারিকের কাছ থেকেও সঠিক কোনও উত্তর মেলেনি। কিন্তু টলিউডে জোর গুঞ্জন তিনি যাচ্ছেন। তবে উত্তর দেবে সময়।