মুম্বই, 17 মে :লকডাউন একদিকে যেমন অভিশাপ হয়ে নেমে এসেছিল বহু মানুষের জীবনে, তেমন আবার লকডাউনের দিনগুলিতেই অনেক প্রতিভার সঙ্গে প্রথমবার পরিচয় হয়েছে আমাদের তা নতুন করে বলে দেওয়ার কিছু নেই ৷ তাঁদেরই একজন হলেন শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি ডি সিলভা ৷ নেটিজেনদের তাঁর সঙ্গে প্রথম পরিচয় 'মানিকে মাগে হিতে' গানের মাধ্যমে ৷ তাঁর অসামান্য় কণ্ঠের গুণে ভাষার বাধা ভুলেই তাঁকে আপন করে নিয়েছিল ভারত ৷
এবার কি নতুন কোনও ভারতীয় গানে গলা দিতে দেখা যাবে শ্রীলঙ্কান এই সুরেলা শিল্পীকে? আসলে সোমবার শ্রীলঙ্কান এই শিল্পীকে দেখা গিয়েছে পঞ্জাবি গায়ক গুরু রনধাওয়ার সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করতে (Guru Randhawa Yohani New Project) ৷ ইয়োহানি তাঁর এই পোস্টের ক্যাপশনে লিখেছেন "কোলাব লোডিং" ৷ যা দেখে অনেকেই মনে করছেন হয়তবা আগামীতে গুরুর সঙ্গে নতুন কোনও প্রজেক্টে কাজ করতে দেখা যেতে পারে ইয়োহানিকে ৷