পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Guru Randhawa Yohani Collaboration: এবার কি ইয়োহানির সঙ্গে গলা মেলাবেন গুরু? - is guru randhawa collaborating with yohani

শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি ডি সিলভার সঙ্গে জুটি বেঁধে নতুন কাজ শুরু করতে চলেছেন গুরু রনধাওয়া ? সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে এমনই আভাস ইয়োহানির (Guru Randhawa Yohani New Project) ৷

Guru Randhawa collaborating with Yohani
এবার কি ইয়োহানির সঙ্গে গলা মেলাবেন গুরু?

By

Published : May 17, 2022, 10:16 AM IST

মুম্বই, 17 মে :লকডাউন একদিকে যেমন অভিশাপ হয়ে নেমে এসেছিল বহু মানুষের জীবনে, তেমন আবার লকডাউনের দিনগুলিতেই অনেক প্রতিভার সঙ্গে প্রথমবার পরিচয় হয়েছে আমাদের তা নতুন করে বলে দেওয়ার কিছু নেই ৷ তাঁদেরই একজন হলেন শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি ডি সিলভা ৷ নেটিজেনদের তাঁর সঙ্গে প্রথম পরিচয় 'মানিকে মাগে হিতে' গানের মাধ্যমে ৷ তাঁর অসামান্য় কণ্ঠের গুণে ভাষার বাধা ভুলেই তাঁকে আপন করে নিয়েছিল ভারত ৷

এবার কি নতুন কোনও ভারতীয় গানে গলা দিতে দেখা যাবে শ্রীলঙ্কান এই সুরেলা শিল্পীকে? আসলে সোমবার শ্রীলঙ্কান এই শিল্পীকে দেখা গিয়েছে পঞ্জাবি গায়ক গুরু রনধাওয়ার সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করতে (Guru Randhawa Yohani New Project) ৷ ইয়োহানি তাঁর এই পোস্টের ক্যাপশনে লিখেছেন "কোলাব লোডিং" ৷ যা দেখে অনেকেই মনে করছেন হয়তবা আগামীতে গুরুর সঙ্গে নতুন কোনও প্রজেক্টে কাজ করতে দেখা যেতে পারে ইয়োহানিকে ৷

আরও পড়ুন : দুধসাদা পোশাকে তুলনাহীনা হিনা, সুন্দরীর স্বপ্নে বিভোর ভক্তরা

অবশ্য ইয়োহানির গলায় খুব শীঘ্রই শোনা যাবে হিন্দি গান ৷ কারণ তাঁর বিখ্যাত 'মানিকে মাগে হিতে' গানের একটি হিন্দি অনুবাদ এবার শোনা যাবে ইন্দ্র কুমারের 'থ্যাঙ্ক গড' ছবিতে ৷ ছবিতে প্রথমবার বলিউডি গানে গলা দেবেন এই শ্রীলঙ্কান কোকিল ৷ রাকুলপ্রীত সিং, অজয় দেবগণ এবং সিদ্ধার্থ মালহোত্রা থাকছেন ছবির মুখ্য় ভূমিকায় ৷

ABOUT THE AUTHOR

...view details