পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Alia Bhatt: নীতিশ তিওয়ারির 'রামায়ণ' থেকে সরে দাঁড়ালেন আলিয়া? - বলিউড সুন্দরী আলিয়া ভাট

সীতার চরিত্র থেকে সরে দাঁড়াচ্ছেন আলিয়া ৷ সময়ের অভাবেই নাকি নীতিশ তিওয়ারির 'রামায়ণ' ছবি থেকে বাদ পড়লেন বি-টাউনের নায়িকা ৷

Alia Bhatt
সরে দাঁড়ালেন আলিয়া

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 12:40 PM IST

Updated : Aug 24, 2023, 12:46 PM IST

হায়দরাবাদ, 24 অগস্ট: বলি-সুন্দরী আলিয়া ভাট এই মুহূর্তে চর্চায় ৷ 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির সাফল্যের পর এবার তিনি চর্চায় অন্য আরেকটি ছবির কারণে ৷ নীতিশ তিওয়ারির 'রামায়ণ' ছবিতে তিনি নাকি সীতা চরিত্রে অভিনয় করতে চলেছেন ৷ খবর ছিল তেমনটাই ৷ কিন্তু এখন যে খবর সামনে আসছে তাতে জানা যাচ্ছে, সীতা চরিত্র থেকে হয়তো বাদ পড়ছেন আলিয়া ৷

কেউ কেউ তো এও জানিয়েছিলেন, ছবিতে রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। রাবণের চরিত্রে থাকতে পারেন যশ ৷ সীতার চরিত্রে আলিয়াকে অনুুরোধ করা হয়েছিল ঠিকই তবে তিনি এখন আর ছবিতে নেই ৷ কারণটা ঠিক কী? রণবীরের বিপরীতে সীতার চরিত্রে অভিনয় নিয়ে কোথায় সমস্যা হল নায়িকার ? তা এখনও স্পষ্ট নয়।

যতদূর জানা গিয়েছে, গোলমালটা আসলে সময় নিয়ে ৷ আলিয়া এই ছবির জন্য 'ডেট' দিতে পারেননি ৷ আর নির্মাতারা চান না শুটিংয়ে আরও বেশি দেরি হোক ৷ তাই যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করতে চাইছেন তাঁরা ৷ অন্যদিকে, এই খবরও সামনে এসেছিল যে যশও হয়তো সরে দাঁড়াতে পারেন এই ছবি থেকে ৷ বিশেষত ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' ছবির পর প্রভাসের যা অবস্থা হয়েছে তাতে পিছিয়ে আসছেন অনেকেই ৷

আরও পড়ুন:স্যার প্লিজ এবার থামুন', পাপারাৎজিদের সামনে মেজাজ হারালেন সারা

কিন্তু খবর অনুযায়ী এক্ষেত্রে যশ পুরোপুরি পিছিয়ে যাননি ৷ তাঁর লুক টেস্ট চলছে ৷ সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসে শুরু হতে পারে ছবির শুটিং ৷ আলিয়া ভাটের বদলে কাকে নেওয়া হবে সীতা চরিত্রের জন্য তা অবশ্য জানা যায়নি ৷ কিন্তু নীতিশ তিওয়ারির 'রামায়ণ' ছবি নিয়ে চর্চাই শুরু হয়েছিল রণলিয়াকে কেন্দ্র করে ৷ এখন এই জুটি ভেঙে গেলে নতুন সীতা কতখানি আসর জমাতে পারবে সেটা দেখার বিষয় হতে চলছে ৷

Last Updated : Aug 24, 2023, 12:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details