পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'পান সিং তোমার' থেকে 'পিকু'...ইরফান খান যেন চিরন্তন এক অধ্যায়

Irrfan Khan Birthday: আজ অভিনেতা ইরফান খানের জন্মদিন ৷ ফিরে দেখা অভিনেতার ফিল্মি কেরিয়ারে সেরা ছবির ঝলক, যা দর্শক মনে গেঁথে রয়েছে আজও ৷

Irrfan Khan Birthday
অভিনেতা ইরফান খানের জন্মদিনে বিশেষ ছবির ঝলক

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 1:24 PM IST

হায়দরাবাদ, 7 জানুয়ারি: শিল্পীর মৃত্যু হলেও বেঁচে থাকে শিল্প ৷ মাত্র 53 বছর বয়সে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন অভিনেতা ইরফান খান ৷ তবে তাঁর ফিল্মি কেরিয়ারে একাধিক অসামান্য সিনেমা রেখে গিয়েছেন যা আজও দর্শক দরবারে প্রশংসিত ৷ আজ তাঁর 57তম জন্মদিনে ফিরে দেখা যাক সেরা ছবির তালিকা ৷

রাজস্থানের টঙ্ক জেলায় 1967 সালের 7 জানুয়ারি পাঠান পরিবারে জন্মগ্রহণ করেন ইরফান ৷ ক্রিকেটের প্রতি ভালোবাসা থাকলেও আর্থিক কারণে মাঝপথেই থমকে যায় সেই জার্নি ৷ তারপর মামার দেখাদেখি থিয়েটারের প্রতি আগ্রহ বাড়ে তাঁর ৷ এম.এ সম্পূর্ণ করার পর 1984 সালে ভর্তি হন ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ৷ প্রথম অভিনয়ে হাতেখড়ি হয় মিরা নায়ার পরিচালিত 'সালাম বম্বে' ছবিতে ৷ সেই শুরু অভিনয় দুনিয়ায় যাত্রা ৷

মকবুল- উইলিয়াম শেক্সপিয়ারের নাটক ম্যাকবেথ অনুসারে বিশাল ভরদ্বাজ পর্দায় আনেন 'মকবুল' ৷ ইরফান খান, টাবু, পঙ্কজ কাপুর, নাসিরুদ্দিন শাহ, এম পুরি, পীযূশ শর্মা অভিনীত এই ছবিতে প্রতিটি চরিত্র পর্দায় হয়ে উঠেছিল জীবন্ত ৷

পান সিং তোমার- তিঘমাংশু ঝুলিয়া পরিচালিত 'পান সিং তোমার' ইরফানের কেরিয়ারের অন্যতম একটি ছবি ৷ বক্সঅফিসে এই ছবি মোটামুটি ছাপ ফেললেও ইরফানের অভিনয় ছিল নজরকাড়া ৷ এই ছবির জন্য তাঁর ঝুলিতে আসে শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার ৷

পিকু- ট্যাক্সি ড্রাইভার রানাকে আজও মনে রেখেছেন দর্শক ৷ সুজিত সিরকার পরিচালিত অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন অভিনীত 'পিকু' ছবিতে রানার তথা ইরফানের খানের ন্যাচরাল অ্যাক্টিং মনে রাখার মতো ৷

তলভার- মেধনা গুলজার পরিচালিত সত্যঘটনা অবলনম্বনে ডাবল মার্ডার কেস 'তলভার' নাড়িয়ে দিয়েছে দর্শকদের ৷ তদন্তকারী অফিসার অশ্বিন কুমার তথা ইরফান খানের অভিনয় ছিল টানটান ৷

লাইফ ইন আ মেট্রো- অনুরাগ বাসু পরিচালিত মাল্টি-স্টারার ছবি 'লাইফ ইন আ মেট্রো' ৷ ভালোবাসা- নানা সম্পর্কের বুননে একাধিক অনুভূতির মেলবন্ধন ছিল এই ছবি ৷ মন্টির চরিত্রে ইরফান খান অনবদ্য ৷

লাইফ অফ পাই- বলিউডের পাশাপাশি হলিউডের ছবিতে দর্শকদের মন জয় করেছেন অভিনেতা ইরফান খান ৷ অ্যাংলি পরিচালিত 'লাইফ অফ পাই' ইতিহাস তৈরি করে ৷ পাই প্যাটেলের চরিত্রে ইরফান খান সিনেপ্রেমীদের মনে পাকাপাকি জায়গা করে নেন ৷ এছাড়াও অভিনয়ের দিক থেকে সেরা ছবির তালিকায় রাখা যায় 'হায়দার', 'ডি-ডে', 'দ্য লাঞ্চ বক্স', 'হিন্দি মিডিয়াম' ৷

আরও পড়ুন:

1. ফিরছেন আইআরএস অফিসার অময় পট্টনায়েক, আসছে অজয়ের 'রেইড 2'

2.উদয়পুরে আমির কন্যার রাজকীয় বিয়ে, অনুষ্ঠান থেকে খাবারে থাকছে বিশেষ চমক

3.টানটান দৃশ্য ও সংলাপ, ট্রেলারেই আশা জাগাচ্ছে সিদ্ধার্থ-রোহিতের 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'

ABOUT THE AUTHOR

...view details