হায়দরাবাদ, 29 নভেম্বর:ভারতের 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিল্মের পুরস্কার পেল এন্ডলেস বর্ডারস ৷ গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড নিজের ঝুলিতে ভরেছে এই ইরানি সিনেমা ৷ গোয়ায় অনুষ্ঠিত হচ্ছে ভারতের 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ সেখানে মঙ্গলবার আব্বাস আমিনি পরিচালিত এই সিনেমা গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পায় ৷ তবে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ডের দৌড়ে ছিল মোট 15টি সিনেমা ৷ তার মধ্যে তিনটি ছিল ভারতীয় ফিল্ম কান্তারা, সানা এবং মিরবীন ৷ এইসব সিনেমাগুলিকে হারিয়ে ইরানি ফিল্ম এন্ডলেস বর্ডারস সেরার শিরোপা পেয়েছে ৷
বিশ্বব্যাপী শ্রেষ্ঠ চলচ্চিত্রকে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড ভূষিত করা হয় ৷ সকল ফিল্ম নির্মাতা এই সম্মান পেতে চান । তবে জুরি মেম্বাররা অনেক বেছে 15টি সিনেমাকে পুরস্থার পাওয়ার যোগ্যের তালিকায় রেখেছিলেন ৷ গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড জুরি মোম্বারদের একটি বিশেষ প্যানেল রয়েছে ৷ যেখানে সিনেমা শিল্পের সঙ্গে জড়িত সম্মানিত ব্যক্তিত্বরা রয়েছেন, যেমন স্প্যানিশ চিত্রগ্রাহক হোসে লুইস আলকেইন, ফরাসি সিনেমার প্রযোজক জেরোম পাইলার্ড এবং ক্যাথরিন ডুসার্ট, অস্ট্রেলিয়ান প্রযোজক হেলেন লিক এবং ভারতীয় চলচ্চিত্র নির্মাতা এবং জুরির চেয়ারপার্সন শেখর কাপুর ৷
গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড বিজয়ী: