হায়দরাবাদ, 8 জানুয়ারি: 3 তারিখ রেজিস্ট্রি সেরে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন আমির খানের মেয়ে ইরা খান-নূপুর শিখরে ৷ সেই অনুষ্ঠান ছিল কাছের পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে ৷ মুম্বইয়ের পর এবার বিয়ের ট্র্যাডিশনাল ফেস্টিভ্যালের জমকালো আসর বসছে উদয়পুরে ৷ 10 তারিখ পর্যন্ত চলবে বিয়ের আসর ৷ সোশাল মিডিয়ায় আনন্দ অনুষ্ঠানের সেই ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ইরা স্বয়ং ৷
ইন্সটাগ্রাম স্টোরিতে ইরা বেশ কিছু ভিডিয়ো ও ছবি শেয়ার করেছেন ৷ সেখানে দেখা গিয়েছে আইনিমতে বিয়ে হওয়া নববধূ ইরা কখনও নাচছেন আবার কখনও নিজের চুলে স্টাইল করছেন ৷ আবার এক ভিডিয়োতে দেখা গিয়েছে, নূপুরের হাত ধরে জোনাস ব্রাদার্সের গানের তালে সুর মিলিয়েছেন ইরা ৷ আবার কোনও ভিডিয়োতে দেখা গিয়েছে হাবির কোলে বসে রোম্যান্টিক গান মুগ্ধ হয়ে শুনছেন ইরা ৷ সব মিলিয়ে নিজের বিয়ের সামাজিক অনুষ্ঠান চুটিয়ে উপভোগ করছেন আমির-রীনার কন্যা ইরা ৷
জানা গিয়েছে, 8 জানুয়ারি হবে মেহেন্দি সেরেমনি ৷ তারপর হবে পাজামা পার্টি ৷ সঙ্গীত সেরেমনি হবে মঙ্গলবার অর্থাৎ 9 জানুয়ারি ৷ 10 তারিখ বসবে বিয়ের আসর ৷ উদয়পুরের তাজ আরাভলি রিসর্টে ইতিমধ্যেই উপস্থিত হতে শুরু করেছেন আত্মীয়রা ৷ প্রায় 250 জন অতিথি সমাগম হবে বলে জানা গিয়েছে ৷ 10 তারিখ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলেই ইরা-নুপূর পরিবারকে সঙ্গে নিয়ে চলে আসবে মুম্বই ৷ কারণ 13 তারিখ হবে গ্র্যান্ড রিসেপশন পার্টি ৷ এই অনুষ্ঠান হবে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে ৷
উল্লেখ্য, এর আগে মুম্বইতে ইরা-নূপুর রেজিস্ট্রি ম্যারেজ সেরেছেন। তাঁদের আশীর্বাদ করতে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি । উদয়পুরে অতিথিদের জন্য 179টি রুম বুক করা হয়েছে বলে জানা গিয়েছে । অতিথিদের স্বাগত জানাতে উপস্থিত থাকবেন আমির খান স্বয়ং । বিয়ের আসরে ফুটিয়ে তোলা হবে রাজস্থানী সংস্কৃতি । শুধু তাই নয়, রাজস্থানী স্টাইলে স্বাগত জানানো হবে অতিথিদের । পাশাপাশি, বিয়ের মেনুতে থাকছে স্পেশাল রাজস্থানী চমক ।