কলকাতা, 22 জানুয়ারি: ওটিটি-তে আসছে নতুন ওয়েব সিরিজ 'রক্তকরবী'। সায়ন্তন ঘোষালের পরিচালনায় এই সিরিজে বিক্রম চট্টোপাধ্যায়ের বৌদি রঞ্জার ভূমিকায় অভিনয় করেছেন রাইমা সেন (Raima Sen Interview)। একেবারে অন্যরকম একটি চরিত্রে এবার দেখা যাবে তাঁকে ৷ ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন ওয়েব সিরিজ-সহ একাধিক বিষয়ে (Raima Sen in ETV Bharat)৷
স্বামীর মৃত্যুর পরেও শাঁখা-সিঁদুর পরে রঞ্জা । কেননা সে তার স্বামীকে দেখতে পায় । শুধু তার স্বামীই নয়, এই পরিবারে ঘটতে থাকে একের পর এক মৃত্যু । কিন্তু এর কারণ খুঁজে পাওয়া যায় না । মোট 11টি এপিসোডে আসবে এই সিরিজ । সাহানা দত্তর লেখা এবং প্রযোজনায় এই সিরিজের পরিচালক সায়ন্তন ঘোষাল । নিজের চরিত্র বর্ণনা করতে গিয়ে রাইমার বক্তব্য, "আমাকে এই চরিত্রটাতে অভিনয় করার সময় রাইমাকে ভুলে যেতে হয়েছে । প্রথমে তো কীভাবে করব বুঝতেই পারছিলাম না । খুব হার্ডওয়ার্ক সেটা বুঝতে পেরেছিলাম । সোহাগ দি'র কাছে ওয়ার্কশপ করি । পুরোপুরি রাইমাকে ভুলে গিয়েছিলাম কাজ করার সময়টুকু তাতেই চরিত্রটা করতে পেরেছি ফাইনালি ।"
1999 সালে 'গডমাদার' ছবি দিয়ে যাত্রা শুরু । তারপর একের পর এক হিন্দি এবং বাংলা ছবিতে কাজ করে নিজের অভিনয় জাদুতে মুগ্ধ করেছেন দর্শকদের । দরকার পড়েনি মহানায়িকার নাতনি কিংবা মুনমুন কন্যার তকমা । তাঁর অভিনীত বাংলা ও হিন্দি ছবির তালিকা বেশ দীর্ঘ । 'চোখের বালি', 'মাছ মিষ্টি মোর', 'কুছ দিল নে কাহা', 'শক্তি', 'পরিণীতা', 'বাইশে শ্রাবণ', 'বলিউড ডায়েরিজ', 'অ্যাবি সেন', 'জাপানিজ ওয়াইফ', 'মনচোরা', 'বাস্তুসাপ', 'শব্দ', 'দ্বিতীয় পুরুষ'-সহ আরও অনেক ছবিতে অভিনয় করেছেন রাইমা । এরপর 2017-তে পা রেখেছেন ওয়েব দুনিয়ায় । অভিনয় করেছেন 'হ্যালো', 'মেহমান', 'পরছাই', 'লাভ বাইটস'-সহ আরও বেশ কয়েকটিতে । আর এবার সাহানা দত্তর লেখনীতে 'রক্তকরবী'র রঞ্জা তিনি ।