কলকাতা, 24 এপ্রিল: চলতি বছরেই মুক্তি পেয়েছিল সোহম চক্রবর্তী ও সায়নী ঘোষ অভিনীত এসএসডি (লাল সুটকেসটা দেখেছেন?)৷ দর্শকমহলে প্রশংসিত হয়েছিল এই ছবি ৷ পরিচালক সায়ন্তন ঘোষাল ও সাসপেন্স-থ্রিলার একে অপরের সঙ্গী ৷ তবে সেই ঘরানা থেকে বেরিয়ে কমেডিতেও এবার হাত পাকাচ্ছেন 'যকের ধন' খ্যাত পরিচালক সায়ন্তন ঘোষাল ৷ অক্ষয় তৃতীয়ার শুভদিনেই তিনি ঘোষণা করেছিলেন, আবারও পর্দায় আসতে চলেছে টেনিদা ৷ সোমবার এসে গিয়েছে 'টেনিদা অ্যান্ড কোম্পানি' ছবির ট্রেলারও ৷ সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের 'ঝাউ বাংলোর রহস্য' অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি ৷ এই বিষয়ে পরিচালকের কাছে ইটিভি ভারতের তরফ থেকে রাখা হয়েছিল বেশ কিছু প্রশ্ন ৷ তাতে অকপট সায়ন্তন ৷
1978 সালে উমানাথ ভট্টাচার্য পর্দায় পরিচয় করিয়েছিলেন জনপ্রিয় চরিত্র টেনিদার সঙ্গে ৷ সেই চরিত্রে অভিনয় করেছিলেন চিন্ময় রায় ৷ এরপর 2011-তে টেনিদার ভূমিকায় নাম লিখিয়েছিলেন শুভাশিস মুখোপাধ্যায় ৷ তৃতীয়বার টেনিদা'কে নিয়ে আসছেন পরিচালক সায়ন্তন ৷ এর কারণ জানতে চাইলে পরিচালক বলেন, "বাঙালির কাছে টেনিদা এভারগ্রিন ৷ আমার বিশ্বাস যতবার এই গল্পগুলো পর্দায় আসবে ততবার আমরা সিনেমা হলে সপরিবারে ছুটে যাব দেখতে ৷ এই গল্পগুলোর সৌন্দর্য হল যে, এইগুলো আমাদের শৈশবে ফিরিয়ে নিয়ে যায় ৷ একটা আলাদা ইনোসেন্স আছে এই গল্পে ৷ তাছাড়া 'চারমূর্তি' ছবির গল্প অন্য ৷ আমরা 'ঝাউ বাংলোর রহস্য' গল্প অবলম্বনে এই ছবি বানিয়েছি ৷"
স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, বর্তমানে অনেক ছবিই এসেছে সাহিত্য নির্ভর ৷ তবে তা রহস্যকে কেন্দ্র করে ৷ তাহলে কমেডি কেন? এই প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, "সাহিত্য থেকে সিনেমা বানানো আমার কাছে নতুন কিছু নয় ৷ আমার প্রথম ছবি 'যকের ধন' থেকে ব্যোমকেশ, সবই সাহিত্যধর্মী ৷ আর আমার ইচ্ছে ছিল, কমেডি ছবি বানানোর ৷ টেনিদা-র ইউনিকনেস হচ্ছে, যেরকম এই ছবিতে ভরপুর কমেডি আছে, সেইরকমই রহস্য-রোমাঞ্চ, অ্যাডভেঞ্চারও আছে ৷ যেটা আমার স্পেশালিটি ৷"