পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Virat Video Calls Anushka: 4 বছর পর আইপিএলে 'বিরাট সেঞ্চুরি', অনুষ্কাকে ভিডিয়ো কল কোহলির - সেঞ্চুরির পর অনুষ্কাকে ভিডিয়ো কল বিরাটের

চার বছর পর আবার আইপিএলে শতরান করলেন বিরাট কোহলি ৷ শত রানের পরই স্ত্রীকে ভিডিয়ো কল করলেন প্রাক্তন আরসিবি অধিনায়ক ৷

Virat Video Calls Anushka
সেঞ্চুরির পর অনুষ্কাকে ভিডিয়ো কল বিরাটের

By

Published : May 19, 2023, 11:35 AM IST

মুম্বই, 19 মে:চার বছরের খরা, অবশেষে আইপিএলে আবার এল কোহলির বিরাট শতরান ৷ বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রাজীব গান্ধি ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে এই বিধ্বংসী সেঞ্চুরিটি হাঁকান রানমেশিন বিরাট ৷ তারপর থেকেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে বিভিন্ন ভিডিয়ো এবং ছবি যেখানে বিরাটকে দেখা গিয়েছে অনুষ্কার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলতে ৷ পরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে স্বামী লড়াকু মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ হন অনুষ্কাও ৷

স্বামীর প্রশংসায় পঞ্চমুখ অনুষ্কা

হ্যারি ব্রুকের 51 বলে 104 রানের মারমুখী ইনিংসকেও এদিন ম্লান করে দিল বিরাটের ব্যাটিং ৷ প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে 187 রানের টার্গেট রেখেছিল হায়দরাবাদ ৷ হ্যারি ব্রুক সেঞ্চুরি পেলেও সেভাবে কেউ তাঁর সঙ্গ দিতে পারেননি ৷ ফলত আইপিএলের নিরিখে স্কোর খুব বিশাল ছিল না আরসিবির জন্য় ৷ কিন্তু প্রথম থেকে পার্টনারশিপ তৈরি করাটাই ছিল সবচেয়ে জরুরি ৷ ঠিক সেই খেলাই খেললেন বিরাট এবং ফ্য়াফ ডুপ্লেসিস ৷ দু'জনের মিলিত প্রচেষ্টায় এদিন 172 রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে তোলে আরসিবি ৷

বিরাটের সেঞ্চুরির পাশাপাশি 71 রানের দারুণ ইনিংস উপহার দেন ফ্য়াফও ৷ আর সেই কারণেই মাত্র দুই উইকেট হারিয়েই তাঁদের কাঙ্খিত জয় তুলে নিতে পেরেছে আরসিবি ৷ এদিন বিরাটের শতরানের পর সেই ছবি পোস্ট করে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হন অনুষ্কা ৷ অনুষ্কা লেখেন, বিরাট দারুণ একটা ইনিংস খেলেছেন ৷

এদিন 18তম ওভারে শতরানে পৌঁছন বিরাট কোহলি ৷ মাত্র 62 বলে এক ডজন বাউন্ডারি এবং চারটি ওভার বাউন্ডারি দিয়ে তাঁর 100 রানের ইনিংসটি সাজান বিরাট ৷ এই শতরানের সঙ্গে সঙ্গেই আইপিএলে তাঁর ষষ্ঠ শতরান করে ফেললেন এই ডানহাতি ব্যাটার ৷ আর এই মাইলফলকে পৌঁছে তিনি ছুঁয়ে ফেললেন তাঁর প্রাক্তন আরসিবি সতীর্থ ক্রিস গেইলকে ৷ এই ক্যারিবিয়ান বাঁ হাতির ঝুলিতে রয়েছে আইপিএলে সব থেকে বেশি 6টি শতরান করার রেকর্ড ৷

এর আগে 2019 সালে শেষবার কলকাতার বিরুদ্ধে শতরান করেছিলেন বিরাট ৷ আর তার আগে 2016 সালে একটি আইপিএল মরশুমে চারটি সেঞ্চুরি করেন তিনি ৷ আর এবার হায়দরাবাদের বিরুদ্ধে শতরান তাঁকে পৌঁছে দিল তালিকায় শীর্ষে ৷ গেইলের সঙ্গেই আরও একবার আসন শেয়ার করলেন বিরাট ৷

আরও পড়ুন:'সারার বাড়িতেও এভাবেই যাও?', স্পাইডারম্যানের মিমিক্রি করে ট্রল শুভমান

ABOUT THE AUTHOR

...view details