পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

International Emmy Awards 2023: আন্তর্জাতিক এমি পুরস্কারের মনোনয়ন পেলেন শেফালি শাহ, জিমি সারভ ও বীর দাস - Emmy Awards 2023

'আন্তর্জাতিক এমি পুরস্কার 2023'-এর মনোনয়নের তালিকায় জায়গা করে নিলেন শেফালি শাহ, জিমি সারভ এবং বীর দাস ৷ 56টি দেশের বিভিন্ন কলাকুশলীদের নিয়ে তৈরি হয় মনোনয়ন তালিকা ৷ স্বাভাবিকভাবেই এই মনোনয়ন পেয়ে খুশি তিন তারকা ৷

াাInternational Emmy Awards 2023
শেফালি শাহ জিমি সারভ এবং বীর দাস এবার এমি পুরস্কারের মনোনয়নের তালিকায়

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 7:59 PM IST

হায়দরাবাদ, 27 সেপ্টেম্বর: সামনে এল বহু চর্চিত 'আন্তর্জাতিক এমি পুরস্কার 2023'-এর মনোনয়নের তালিকা ৷ 56টি দেশ থেকে অভিনেতা অভিনেত্রী, কৌতুকশিল্পী এবং কলাকুশলীরা মনোনয়ন পান এই পুরস্কারের জন্য ৷ রয়েছে মোট 14টি বিভাগ ৷ তিনজন ভারতীয় তারকা এবার মনোয়ন পেয়েছেন এই পুরস্কারের জন্য ৷ শেফালি শাহ, জিমি সারভ এবং বীর দাস এই তিন তারকা এবার মনোনয়ন পেয়েছেন এমি পুরস্কারের জন্য ৷

শেফালি শাহ বলিউডে এমনিতেই বেশ পরিচিত ৷ নেটফ্লিক্সের নতুন সিরিজ 'দিল্লি ক্রাইম'-এ ডিসিপি ভাতৃকা চতুর্বেদীর চরিত্রে অভিনয় করে সম্প্রতি সকলে নজর কেড়েছিলেন তিনি ৷ এই চরিত্রের জন্য়ই তিনি মনোনয়ন পেলেন এই সিরিজটিতে ৷ ইনস্টায় খবরটি শেয়ার করে তিনি লেখেন, "আমি সত্যি বিশ্বাসই করতে পারছি না ৷ এতজন গুণী অভিনেতাদের সঙ্গে 'এমি পুরস্কার 2023'-এর মনোনয়নের তালিকায় জায়গা পেয়েছি ৷ সত্যিই আমি গর্বিত ৷"

সোনি লিভ-এ সম্প্রতি নজর কেড়েছিল 'রকেট বয়েজ' সিরিজটি ৷ এই সিরিজেই ডঃ হোমি জাহাঙ্গীর ভাবার চরিত্রে অভিনয় করেছিলেন জিমি সারভ ৷ তিনিও মনোনয়ন পেয়েছেন এই চরিত্রে অভিনয়ের জন্য় ৷ অভিনেতা জানান, তিনি ভীষণ আবেগী হয়ে পড়েছেন এই মনোনয়ন পেয়ে ৷ অভিনেতা হিসাবে জিমির যাত্রাটা সহজ ছিল না ৷ তবে জিমি প্রমাণ করেছেন তাঁর দক্ষতা ৷ অন্যদেরও এদিন ধন্য়বাদ জানিয়েছেন জিমি ৷

আরও পড়ুন:পর পর ব্যর্থতা! চমক দিতে নতুন ছবিতে আনন্দের ভরসা নবাগতরা

অন্যদিকে মনোনয়ন পেয়েছেন কৌতুকশিল্পী বীর দাসও ৷ বিদেশে একটি কমেডি অনুষ্ঠানে দ্বৈত ভারতের রূপ বর্ণনা করে তুমুল চর্চিত হন তিনি ৷ আগে অবশ্য তিনি অভিনয়ও করতেন ৷ তবে এখন তাঁ মূল পরিচয় একজন কমেডিয়ান হিসাবেই ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "আরে এতো ভাবতেই পারছি না আমি 'এমি পুরস্কার 2023'-এর মনোনয়নের তালিকায় জায়গা পেয়েছি ৷" তিনি নেটফ্লিক্সকেও ধন্যবাদ দিয়েছেন তাঁকে কমেডির একটি মঞ্চ দেওয়ার জন্য় ৷

ABOUT THE AUTHOR

...view details