পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

SRK's 58th Birthday Bash: শাহরুখের জন্মদিনের পার্টিতে আলিয়া-রণবীর-দীপিকা-ধোনি, দেখুন অন্দরের ছবি - দীপিকা পাড়ুকোন

Shah Rukh Khan birthday inside pics: শাহরুখ খানের 58তম জন্মদিনের পার্টিতে মুম্বইতে বসল তারকার হাট ৷ দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আলিয়া ভাট, অ্যাটলি, মহেন্দ্র সিং ধোনি ছাড়াও উপস্থিত ছিলেন তাবড় সেলিব্রিটিরা ৷

SRK's 58th Birthday Bash
শাহরুখের জন্মদিনের পার্টি

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 8:08 PM IST

হায়দরাবাদ, 3 নভেম্বর: জন্মদিনে মুম্বইতে জমকালো পার্টির আয়োজন করলেন সুপারস্টার শাহরুখ খান । তাঁর আমন্ত্রণে সেখানে বসে তারকার হাট ৷ বলিউডের সেলিব্রিটি থেকে শুরু করে এসআরকে-এর ঘনিষ্ঠ সহযোগীরা উপস্থিত ছিলেন পার্টিতে ৷ সেই গ্র্যান্ড ইভেন্টের ছবিগুলি প্রকাশ্যে এসেছে ৷ কে নেই সেখানে ? চিত্তাকর্ষক অতিথি তালিকায় ছিলেন আলিয়া ভাট, রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের মতো তারকারা ৷

বৃহস্পতিবার, 2 নভেম্বর শাহরুখ খানের 58তম জন্মদিনের পার্টি ছিল মুম্বইতে ৷ অনেক রাত পর্যন্ত চলা সেই পার্টিতে জমকালো পোশাকে হাজির হন সেলিব্রিটিরা ৷ বেশ কয়েকজন অতিথি ইভেন্টের ঝলক শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷

পার্টির একটি ছবিতে কালো পোশাক পরে মোহময়ী দেখাচ্ছে আলিয়া ভাটকে ৷ সহকর্মী অতিথির সঙ্গে সেলফি তোলার জন্য পোজ দিচ্ছেন তিনি । তাঁর সঙ্গে তাঁর বোন শাহীন ভাটও ছিলেন ৷ যিনি একটি বেগুনি রঙের পোশাক পরেছিলেন ৷

শাহরুখের জন্মদিনের পার্টিতে আলিয়া

আরেকটি ছবিতে রণবীর সিংকে দেখা গিয়েছে ৷ কালো স্যুট পরা রণবীরের পাশেই ছিলেন তাঁর বেটারহাফ দীপিকা পাড়ুকোন ৷ যিনি এই বিশেষ অনুষ্ঠানের জন্য একটি ঝলমলে মিনি ড্রেস বেছে নিয়েছিলেন ।

পার্টিতে রণবীর ও দীপিকা

শাহরুখের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি জওয়ানের পরিচালক অ্যাটলিও ছিলেন এ দিনের পার্টিতে ৷ ছিলেন বলিউডের বাদশার পরবর্তী ছবি ডাঙ্কির পরিচালক রাজকুমার হিরানি ও তাঁর স্ত্রীও।

শাহরুখের জন্মদিনের পার্টি

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এই অনুষ্ঠানের গ্ল্যামার আরও বাড়িয়ে দেন ৷

শাহরুখের জন্মদিনের পার্টিতে ধোনি

এ ছাড়াও ছিলেন শহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত ও অন্যান্যরা ৷

শাহরুখের জন্মদিনের পার্টিতে মীরা রাজপুত

পার্টিকে আরও গ্ল্যামারাস করে তোলেন করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, এবং অমৃতা অরোরা ৷ পার্টিতে যাওয়ার আগেই তাঁদের সাজ সোশাল মিডিয়ায় শেয়ার করেন তাঁরা । করিনা একটি সাদা সাটিন গাউন পরেছিলেন ৷ আর করিশ্মা একটি ঝকঝকে সবুজ পোশাকে সবার নজর কেড়ে নেন ৷

করিনা-করিশ্মা-অমৃতা

আরও পড়ুন:বাদশার জন্মদিনে মন্নতের সামনে জনজোয়ার, দু'হাত বাড়িয়ে স্বভাবসিদ্ধ ঢঙে 'কিং অফ রোম্যান্স'

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details