হায়দরাবাদ, 3 নভেম্বর: জন্মদিনে মুম্বইতে জমকালো পার্টির আয়োজন করলেন সুপারস্টার শাহরুখ খান । তাঁর আমন্ত্রণে সেখানে বসে তারকার হাট ৷ বলিউডের সেলিব্রিটি থেকে শুরু করে এসআরকে-এর ঘনিষ্ঠ সহযোগীরা উপস্থিত ছিলেন পার্টিতে ৷ সেই গ্র্যান্ড ইভেন্টের ছবিগুলি প্রকাশ্যে এসেছে ৷ কে নেই সেখানে ? চিত্তাকর্ষক অতিথি তালিকায় ছিলেন আলিয়া ভাট, রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের মতো তারকারা ৷
বৃহস্পতিবার, 2 নভেম্বর শাহরুখ খানের 58তম জন্মদিনের পার্টি ছিল মুম্বইতে ৷ অনেক রাত পর্যন্ত চলা সেই পার্টিতে জমকালো পোশাকে হাজির হন সেলিব্রিটিরা ৷ বেশ কয়েকজন অতিথি ইভেন্টের ঝলক শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷
পার্টির একটি ছবিতে কালো পোশাক পরে মোহময়ী দেখাচ্ছে আলিয়া ভাটকে ৷ সহকর্মী অতিথির সঙ্গে সেলফি তোলার জন্য পোজ দিচ্ছেন তিনি । তাঁর সঙ্গে তাঁর বোন শাহীন ভাটও ছিলেন ৷ যিনি একটি বেগুনি রঙের পোশাক পরেছিলেন ৷
আরেকটি ছবিতে রণবীর সিংকে দেখা গিয়েছে ৷ কালো স্যুট পরা রণবীরের পাশেই ছিলেন তাঁর বেটারহাফ দীপিকা পাড়ুকোন ৷ যিনি এই বিশেষ অনুষ্ঠানের জন্য একটি ঝলমলে মিনি ড্রেস বেছে নিয়েছিলেন ।