পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Ali Zafar Reacts on Akhtar Remarks: অসংবেদনশীল মন্তব্য অনুভূতিতে গভীর আঘাত করে, আখতারকে পালটা জাফরের - 26 11 মুম্বই হামলা

গায়ক-অভিনেতা আলি জাফর (Ali Zafar) মুম্বই হামলার বিষয়ে জাভেদ আখতারের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন (Ali Zafar Reacts on Akhtar Remarks)৷ তিনি বলেন, অসংবেদনশীল এবং অযাচিত মন্তব্য অনেক মানুষের অনুভূতিকে গভীরভাবে আঘাত করতে পারে ।

Ali Zafar Javed Akhtar ETV Bharat
আলি জাফর ও জাভেদ আখতার

By

Published : Feb 24, 2023, 6:55 PM IST

লাহোর, 24 ফেব্রুয়ারি: পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে 26/11 হামলা নিয়ে সে দেশকে বিঁধেছিলেন ভারতীয় গীতিকার জাভেদ আখতার (Ali Zafar Reacts on Akhtar Remarks)৷ তারপরেই তাঁর সম্মানে হওয়া অনুষ্ঠানে পারফর্ম করার জন্য তোপের মুখে পড়তে হয়েছিল গায়ক-অভিনেতা আলি জাফরকে (Ali Zafar)৷ তিনি এ বার আত্মরক্ষায় সরব হলেন ৷ জাভেদ আখতারের নাম না করে তিনি বললেন, পাকিস্তান এমনিতেই সন্ত্রাসবাদের কবলে ভুগছে ৷ অসংবেদনশীল মন্তব্য গভীরভাবে অনুভূতিতে আঘাত করতে পারে ৷

মুম্বই হামলা নিয়ে বলেছিলেন আখতার: গত সপ্তাহে বিখ্যাত উর্দু কবি ফয়েজ আহমেদ ফয়েজের স্মরণে একটি উৎসবে যোগ দিতে পাকিস্তানে গিয়েছিলেন জাভেদ আখতার ৷ সেখানেই তিনি বলেছিলেন যে, ভারত যখন 2008 সালের সন্ত্রাসবাদী হামলার কথা বলে, তখন পাকিস্তানিদের রাগ করা উচিত না । সেই হামলার অপরাধীরা এখনও পাকিস্তানে অবাধে ঘুরে বেড়াচ্ছে বলেও স্পষ্ট জানিয়ে দেন গীতিকার ৷

তোপের মুখে জবাব আলি জাফরের: জাভেদ আখতারের (Javed Akhtar) সম্মানে আয়োজিত একটি সমাবেশে যোগ দিয়েছিলেন গায়ক-অভিনেতা আলি জাফর ৷ ভারতীয় গীতিকারের লেখা কয়েকটি গানও পরিবেশন করেন তিনি । বৃহস্পতিবার সন্ধ্যায় আখতারের নাম না করে ইনস্টাগ্রাম পোস্টে জাফর লেখেন, "আমি একজন গর্বিত পাকিস্তানি এবং স্বাভাবিকভাবেই কোনও পাকিস্তানি তাঁর দেশ বা মানুষের বিরুদ্ধে কোনও বক্তব্যের প্রশংসা করবে না ৷ বিশেষ করে এমন একটি ইভেন্টে যা হৃদয়কে আরও কাছাকাছি নিয়ে আসে ৷"

আরও পড়ুন:প্রকৃত দেশপ্রেমিক, পাকিস্তানের মাটিতে জাভেদের 26/11 তোপকে কুর্নিশ সামনার

আখতারের মন্তব্যের কথা জানতেন না জাফর: তিনি আরও লেখেন, "আমরা সকলেই জানি যে সন্ত্রাসবাদের কারণে পাকিস্তান কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এই ধরনের অসংবেদনশীল এবং অযাচিত মন্তব্য অনেক মানুষের অনুভূতিকে গভীরভাবে আঘাত করতে পারে ৷" জাভেদের কথায় জাফরের গান গাওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল ৷ এই নিয়ে তাঁকে তাঁর দেশে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় ৷ যার জবাব দিয়ে জাফরের দাবি, আখতার কী বলেছিলেন সে সম্পর্কে তিনি অবগত ছিলেন না ।

সত্যতা যাচাইয়ের অনুরোধ জাফরের: 42 বছর বয়সি গায়ক বলেন, তিনি প্রশংসা ও সমালোচনাকে সমানভাবে মূল্য দেন । তবে কোনও সিদ্ধান্তে বা রায়ে পৌঁছনোর আগে সত্যতা যাচাই করার জন্য নেট নাগরিকদের কাছে অনুরোধ করেন জাফর । তিনি জানান যে, তিনি ফয়েজ মেলায় উপস্থিত ছিলেন না ৷ কী বলা হয়েছিল সে সম্পর্কে পরের দিন পর্যন্ত অবগত ছিলেন না । গোটা বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বলে জানিয়েছেন জাফর ৷

ABOUT THE AUTHOR

...view details