কলকাতা, 30 জুন:বেশ কয়েক বছর পর ফের বড় পর্দায় ইন্দ্রাণী হালদার । এতদিন টেলিভিশনে বেশ ব্যস্ত ছিলেন তিনি । ব্যস্ত ছিলেন রাজ্যের শাসক দলের সদস্যা হিসেবেও । দু'দিক সমান তালে বহাল রেখেই এবার বড় পর্দায় অনেকদিন পর দেখা যাবে সকলের প্রিয় গোয়েন্দা গিন্নি এবং শ্রীময়ী ইন্দ্রাণী হালদারকে । সুদীপ দাসের পরিচালনায় আগামী 15 জুলাই দর্শক দরবারে আসছে 'কুলের আচার'।
এই ছবিতে মিতালির ভূমিকায় অভিনয় করবেন ইন্দ্রাণী হালদার । বাবার পদবীর সঙ্গে তাঁর বংশ পরিচয় জড়িয়ে আছে । মিঠির শ্বশুর প্রাণতোষ তার এই সিদ্ধান্তে বাধ সাধে । আর মিতালি? সে কী করে? সেও একটা সময় নিজের বাবার বাড়ির পদবী লেখার সিদ্ধান্ত নেয় । ট্রেলার তেমনটাই জানান দেয় । বাকিটা জানতে হলে দেখতে হবে ছবিটি । 'শ্রীময়ী' ধারাবাহিকের দৌলতে ইন্দ্রাণী হালদার দর্শকের হৃদয়ে একটা আলাদা জায়গা করে নিয়েছেন তা বলাই বাহুল্য । যা অবশ্য 'গোয়েন্দা গিন্নি'র সময়েও ঘটেছিল ।
এবার বড় পর্দায় আরেক শাশুড়ির অবতারে আসছেন ইন্দ্রাণী হালদার । এই অবতারের নাম মিতালি । এই ব্যাপারে তাঁর কাছে প্রশ্ন রাখা হয়, শ্রীময়ীর পর এবার কি মানুষ মিতালির মতো শাশুড়ি খুঁজবে? অভিনেত্রী সহাস্যে বলেন(Indrani Haldar Opens Up About Kuler Achaar), "শ্রীময়ী একটা ইতিহাস । তাকে কেউ ভুলবে না কোনওদিন । শ্রীময়ীর মতো শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার ৷ তবে, এবার মিতালি আসছে নিজের জায়গা দর্শককে বুঝিয়ে দিতে এবং নিজের জায়গা বুঝে নিতে । ইতিমধ্যেই ট্রেলারের দৌলতে মিতালি অনেকের কাছে সমাদর পেয়ে গিয়েছে । বাকিটার জন্য 15 জুলাই অবধি অপেক্ষা ।"