পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Indraneil AAzam Trailer Out: সন্দীপের ফেলুদা এবার বলিউডে, মুক্তি পেল ইন্দ্রনীলের আজম-এর ট্রেলার - Indraneil AAzam Trailer Out

মুক্তি পেল ইন্দ্রনীলের নতুন ছবি 'আজম- রাইজ অফ এ নিউ ডন'-এর ট্রেলার ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 19 মে ৷

Indraneil AAzam Trailer Out
ইন্দ্রনীলের আজম ছবির ট্রেলার মুক্তি পেল বৃহস্পতিবার

By

Published : May 4, 2023, 5:37 PM IST

মুম্বই, 4 মে: কয়েকদিন আগেই তিনি সন্দীপ রায়ের ফেলুদা হয়ে উদঘাটন করেছেন পুরীর সমুদ্র সৈকতের মৃত্য়ু রহস্য় ৷ 'হত্য়াপুরী' ছবিতে ফেলুদা রূপে ইন্দ্রনীলকে দেখে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছিলেন সমালোচকরা ৷ বক্স অফিসে ছবিটি মোটামুটি সাফল্য পেয়েছে বলাই যায় ৷ এবার ইন্দ্রনীলকে দেখা যাবে হিন্দিতে কাজ করতে ৷ বৃহস্পতিবার মুক্তি পেল তাঁর নতুন ছবি 'আজম- রাইজ অফ এ নিউ ডন'-এর ট্রেলার ৷

এই ছবিতে তাঁকে দেখা যাবে অ্যাকশনে ভরপুর একটি চরিত্রে ৷ এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন তিনি ৷ তবে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে তার সংযোগও বেশ ভালো ৷ ছবির ট্রেলার শুরুতে দেখানো হয়েছে ডন নবাবের মৃত্যুর সময় আসন্ন ৷ এবার উত্তরাধিকার নিয়ে তৈরি হয়েছে দ্বন্দ্ব ৷ এই ডনের মৃত্য়ুর তাঁর উত্তরাধিকারী কাদেরই কি ক্ষমতা পাবে? সেটাই দেখার ছবিতে ৷ ছবিতে নবাবের চার সাগরেদকে দেখানো হয়েছে ৷ তাদের সকলকেই এক রাতে খুন করার পরিকল্পনা করে কাদের ৷ কারণ না হলে সে সিংহাসন দখল করতে পারবে না ৷ এই রোমাঞ্চ এবং রহস্য়ে ঘেরা আবহ নিয়েই এগোবে গল্প ৷

আপাতত ট্রেলার দেখে ইন্দ্রনীল চরিত্রটিকে লালমোহনবাবুর ভাষায় 'হাইলি সাসপিসিয়াস' বলে উল্লেখ করা যেতেই পারে ৷ ছবিতে তাঁর সঙ্গেই স্ক্রিনশেয়ার করতে চলেছেন জিমি সেরগিল, রাজা মুরাদ, অভিমন্যু সিংয়ের মতো অভিনেতারা ৷ এই ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন শ্রবণ তিওয়ারি ৷ ছবির কাহিনিও লিখেছেন তিনিই ৷

এর আগেই পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্য়ায়, শাশ্বত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যরা পা রেখেছেন বলিউডে ৷ বাংলার পাশাপাশি বলিউডেও সফল তাঁরা ৷ আবার সম্প্রতি 'জুবিলি' সিরিজের হাত ধরে হিন্দি ওটটির জগতে পা রেখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও ৷ আগামী দিনে হিন্দি ছবিতে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে ৷ আর এবার ইন্দ্রনীলকেও দেখা যাবে 'আজম- রাইজ অফ এ নিউ ডন' ছবিতে ৷ ছবিটি পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী 19 মে ৷

আরও পড়ুন:কেরালা স্টোরি নিয়ে বিতর্কের মাঝে ভিডিয়ো পোস্টে কী বার্তা দিলেন রহমান ?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details