মুম্বই, 4 মে: কয়েকদিন আগেই তিনি সন্দীপ রায়ের ফেলুদা হয়ে উদঘাটন করেছেন পুরীর সমুদ্র সৈকতের মৃত্য়ু রহস্য় ৷ 'হত্য়াপুরী' ছবিতে ফেলুদা রূপে ইন্দ্রনীলকে দেখে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছিলেন সমালোচকরা ৷ বক্স অফিসে ছবিটি মোটামুটি সাফল্য পেয়েছে বলাই যায় ৷ এবার ইন্দ্রনীলকে দেখা যাবে হিন্দিতে কাজ করতে ৷ বৃহস্পতিবার মুক্তি পেল তাঁর নতুন ছবি 'আজম- রাইজ অফ এ নিউ ডন'-এর ট্রেলার ৷
এই ছবিতে তাঁকে দেখা যাবে অ্যাকশনে ভরপুর একটি চরিত্রে ৷ এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন তিনি ৷ তবে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে তার সংযোগও বেশ ভালো ৷ ছবির ট্রেলার শুরুতে দেখানো হয়েছে ডন নবাবের মৃত্যুর সময় আসন্ন ৷ এবার উত্তরাধিকার নিয়ে তৈরি হয়েছে দ্বন্দ্ব ৷ এই ডনের মৃত্য়ুর তাঁর উত্তরাধিকারী কাদেরই কি ক্ষমতা পাবে? সেটাই দেখার ছবিতে ৷ ছবিতে নবাবের চার সাগরেদকে দেখানো হয়েছে ৷ তাদের সকলকেই এক রাতে খুন করার পরিকল্পনা করে কাদের ৷ কারণ না হলে সে সিংহাসন দখল করতে পারবে না ৷ এই রোমাঞ্চ এবং রহস্য়ে ঘেরা আবহ নিয়েই এগোবে গল্প ৷