পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

IndiGo Apologizes to Rituparna : ঋতুপর্ণার কাছে ক্ষমা চাইল বিমান সংস্থা ইন্ডিগো - IndiGo Pleas Apology to Rituparna

অবশেষে ঋতুপর্ণার কাছে ক্ষমা চাইল বিমান সংস্থা ইন্ডিগো (IndiGo Pleas Apology to Rituparna) ৷ সেই স্ক্রিন শট আজ নিজেই শেয়ার করেন অভিনেত্রী এবং তিনি লেখেন, "ধন্যবাদ ইন্ডিগো ক্ষমা চাওয়ার জন্য ৷ কিন্তু 25 মিনিট আগে গেট বন্ধ করা যাত্রী এবং সংস্থা উভয়ের জন্যই ভাল জিনিস নয় ৷ এই ক্ষতির জন্য আমাকে আমার কাজ শেষ করতে আরও অতিরিক্ত 2টি ট্রিপ করতে হবে ।"

IndiGo Apologizes to Rituparna
ঋতুপর্ণার কাছে ক্ষমা চাইল বিমান সংস্থা 'ইন্ডিগো'

By

Published : Mar 31, 2022, 2:25 PM IST

কলকাতা, 31 মার্চ :মাত্র পঞ্চাশ হাত দূরেই দাঁড়িয়ে ছিল বিমান ৷ তখনও সিঁড়ি ওঠানো হয়নি ৷ কিন্তু দেরি করে আসায় বোর্ডিং পাস, টিকিট থাকা সত্ত্বেও আহমেদাবাদের বিমানে উঠতে দেওয়া হয়নি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ৷ যার জেরে তাঁর শ্যুটিংয়ের একটি গুরুত্বপূর্ণ কাজও আটকে যায় ৷ অভিনেত্রী জানান, কান্নাকাটি পর্যন্ত করেছিলেন তিনি ৷ কিন্তু কেউ কথা শোনেননি ৷

কয়েক মিনিট দেরির জন্য এই ঘটনা কি আদৌ সঠিক ? তাই নিয়েই প্রশ্ন তুলেছিলেন ঋতুপর্ণা ৷ তিনি পরিস্কার লেখেন, "সময়ের আগে পৌঁছানো ভাল জিনিস, কিন্তু সময়ের ঠিক আগে পৌঁছানো একজন যাত্রীকে ছেড়ে যাওয়া সবচেয়ে খারাপ কাজ ৷ কর্তৃপক্ষের কাছে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ রইল ৷" অবশেষে এই নিয়ে ক্ষমা চাইল বিমান সংস্থা ইন্ডিগো (IndiGo Pleas Apology to Rituparna) ৷ সেই স্ক্রিন শট আজ নিজেই শেয়ার করেন অভিনেত্রী এবং তিনি লেখেন, "ধন্যবাদ ইন্ডিগো ক্ষমা চাওয়ার জন্য ৷ কিন্তু 25 মিনিট আগে গেট বন্ধ করা যাত্রী এবং সংস্থা উভয়ের জন্যই ভাল জিনিস নয় ৷ এই ক্ষতির জন্য আমাকে আমার কাজ শেষ করতে আরও অতিরিক্ত 2টি ট্রিপ করতে হবে ।"

আরও পড়ুন : ছুটি কাটাতে দার্জিলিংয়ে নিজের ‘কুঞ্জ’-তে গোবিন্দা

একইসঙ্গে তাঁর পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদও জানিয়েছেন অভিনেত্রী ৷ তিনি জানান, এই কথা তিনি শুধু তাঁর জন্য তোলেননি ৷ সকলের কথা মাথায় রেখে ভবিষ্যতে যদি এই নিয়ম বদলায় এই বিমান সংস্থা, তাহলে সকলেরই উপকার হবে ৷

ABOUT THE AUTHOR

...view details