কলকাতা, 12 মার্চ: বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনগুলির মধ্যে সবচেয়ে বড় অস্কারের আসর (Indians at Oscar Red Carpet)। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের (Academy Awards Red Carpet) গ্ল্যামার তুলনাহীন । এই আঙিনায় চলতি বছর ভারত বিশ্ব মানচিত্রে একটি বিশিষ্ট স্থান ধরে রেখেছে ৷ কারণ তিনটি এন্ট্রি লোভনীয় এই পুরস্কার জয়ে তাদের পথ প্রশস্ত করেছে । কিন্তু পুরস্কার ছাড়াও, অস্কারের অন্যতম আকর্ষণ রেড কার্পেট ৷
কেতাদুরস্ত ফ্যাশনে এই রেড কার্পেটে নজর কাড়বেন সেলিব্রিটিরা ৷ যাঁদের ক্যামেরাবন্দি করার জন্য তৈরি আন্তর্জাতিক চিত্রগ্রাহকরা ৷ প্রিয়াঙ্কা চোপড়া থেকে ঐশ্বর্য রাই বচ্চন, দেব প্যাটেল থেকে ফ্রিডা পিন্টো...ভারতীয় বংশোদ্ভূত তারকারা অস্কারের রেড কার্পেটে কখনওই তাঁদের আন্তর্জাতিক প্রতিপক্ষের থেকে কোনও অংশে পিছিয়ে ছিলেন না ৷ 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের প্রাক্কালে আসুন একবার ফিরে দেখি এর আগে অস্কারের রেড কার্পেটের কিছু মুহূর্ত, যেখানে অন্যান্য দেশের গ্ল্যামার জগতের পাশাপাশি তারার মতো জ্বলজ্বল করেছে ভারত ।
ঐশ্বর্য রাই বচ্চন
'যোধা আকবর' তারকা 83তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে একটি আরমানি প্রাইভ গাউনে সবার চোখ ঝলসে দিয়েছিলেন রেড কার্পেটে ৷ খোলা চুল, কানের দুল, একটি আংটি এবং ব্রেসলেটে তিনি হয়ে উঠেছিলেন মোহময়ী । স্মোকি আই মেকআপের সঙ্গে হাল্কা গ্ল্যাম টাচে প্রাক্তন বিশ্বসুন্দরী সবার চোখ ধাঁধিয়ে দিয়েছিলেন ৷
সূত্র: টুইটার
প্রিয়াঙ্কা চোপড়া
89তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে একটি সাদা রাল্ফ রুশো জ্যামিতিক গাউনে রেড কার্পেট মাতিয়েছিলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া । এক পাশে সিঁথি করা খোলা চুল তাঁর চেহারায় এক্স-ফ্যাক্টর হিসেবে কাজ করেছে ৷
সূত্র: টুইটার
দেব প্যাটেল