হায়দরাবাদ, 15 সেপ্টেম্বর:'ইন্ডিয়া' নাকি 'ভারত' দেশের নাম কোনটা হওয়া উচিত তাই নিয়ে বিতর্ক অব্যাহত ৷ এবার এই নিয়ে মুখ খুললেন পরিচালক অনুরাগ কাশ্যপ ৷ সম্প্রতি 'হাড্ডি' ছবির হাত ধরে আবার অভিনয়ে ফিরেছেন অভিনেতা ৷ এই ছবিরই একটি প্রচার অনুষ্ঠানে এসে ভারত-ইন্ডিয়া বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি ৷ তাঁর মতে, জনতার ট্যাক্সের টাকার কী পরিমান অপচয় হবে সমস্ত ডকুমেন্টে এই নাম বসাতে গেলে তার কোনও ধারনাই নেই ৷ তিনি এও দাবি করেন, 'কবে ইন্ডিয়া ভারত ছিল না বলুন তো?'
এই ধরনের বিতর্কের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "আমি তো বুঝেতেই পারছি না কবে ইন্ডিয়া ভারত ছিল না?... আর ভাবুন তো সমস্ত সরকারি ডকুমেন্টে যদি ইন্ডিয়ার বদলে ভারত লিখতে হয় তাহলে... ৷ প্রত্যেককে তাঁদের পার্সপোর্ট এবং আধার আবার রিনিউ করাতে হবে ৷ শুধু এতেই(আধার কার্ড) তো চার বছর ট্যাক্সের টাকা ঢেলেছিলেন ওঁরা ৷ "
তিনি আরও বলেন, "সমস্ত কিছু পরিবর্তন করতে হবে ৷ ভাবুন তো সেটা কি মানুষের পক্ষে সম্ভব? আর একইসঙ্গে কত টাকার অপচয় ৷ এক খামখেয়ালি মানুষ হঠাৎ হঠাৎ এই সব সিদ্ধান্ত নিয়ে বসেন ৷ কিন্তু এর ফল কি হবে তাঁর কোনও ধারনাই নেই ৷ আরে সমস্ত ব্যাংকনোট পরিবর্তন করতে হবে ৷ শিক্ষা সংক্রান্ত ডিগ্রির কাগজ পত্র আবার পরিবর্তন করতে হবে ৷ নতুন ভ্যাকসিন সার্টিফিকেট দিতে হবে ৷ আর কী কী ওরা রিপ্রিন্ট করবে বলুন তো? মানুষ তো রেশন পাবেন না ৷ কোথাও যেতে পারবেন না ৷ সারা বিশ্ব এসব দেখে কী ভাবছে বলুন তো?"
আরও পড়ুন:আজ ইঞ্জিনিয়ার্স ডে, 'মিশন রানিগঞ্জ' ছবির পোস্টারকে সামনে এনে আবেগি হলেন অক্ষয়
আদতে 'জি20' শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ পত্রে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 'প্রেসিডেন্ট অফ ভারত' বলে উল্লেখ করার পর থেকেই শুরু হয় এই বিতর্ক ৷ অনেকেই বলতে শুরু করেন, ইন্ডিয়া শব্দটি নাকি ব্রিটিশদের দান ৷ কিন্তু আসলে ইন্ডিয়া এবং ভারত দু'টি শব্দের উৎপত্তিই হয়েছে ইংরেজদের আসার বহু বহু বছর আগে বলেই জানাচ্ছে ইতিহাস ৷