মুম্বই, 29 অগস্ট: প্রায় দশ মাস পর টি-20 বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারের মধুর প্রতিশোধ নিয়েছে ভারতীয় দল (India beats Pakistan in Asia Cup 2022) ৷ একেবারে নাস্তানাবুদ করতে না পারলেও দুবাইয়ে এশিয়ার কাপের টানটান ম্যাচে 5 উইকেটে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে রোহিত ব্রিগেড ৷ রবিবার প্রথমেই ভুবনেশ্বর, আবেশ, অর্শদীপ এবং হার্দিকের বোলিং দাপটে পাক বাহিনিকে 147 রানে বেঁধে ফেলেছিল টিম ইন্ডিয়া ৷ কিন্তু রান তাড়া করতে নেমে মাঝপর্বে পরপর রোহিত এবং বিরাটকে হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল মেন ইন ব্লু ৷
ঠিক সেখান থেকেই দলকে এদিন টেনে তোলেন হার্দিক পান্ডিয়া এবং স্য়ার রবীন্দ্র জাদেজা ৷ দুবাইয়ে পাক বধের পর খুশির ছোঁয়া লেগেছে তারকা মহলেও ৷ গতকাল তো মাঠেই উপস্থিত ছিলেন ঊর্বশী রাউতেলা, বিজয় দেবেরাকোন্ডারা ৷ ভারতের জয়ের পর স্টেডিয়ামে বসেই আনন্দ উপভোগ করেন তাঁরা ৷ অন্যদিকে বিজয়ের 'লাইগার' ছবির পার্টনার অনন্যা পাণ্ডেও মেতে উঠেছিলেন এই জয় উদযাপনে (Ayushmann Ananya Celebrate Victory of Ind)৷ নিজেই ইনস্টাগ্রামে রবিবার একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি ৷