পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Independence Day Special Song বন্দি পাখিদের মুক্তি দিয়ে স্বাধীনতার গানের অভিনব আনুষ্ঠানিক প্রকাশ

জন্মভূমি তোমায় নমি, স্বাধীনতার 75তম বার্ষিকী উদযাপনে কল্যাণ সেন বরাটের সুরে শুভ দাশগুপ্তের লেখা গান গাইলেন শিল্পী ঝুমকি সেন । স্বাধীনতা দিবস উপলক্ষে খাঁচায় বন্দি পাখিদের মুক্তি দিয়ে গানের আনুষ্ঠানিক প্রকাশ হল । উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার, শিল্পী ঝুমকি সেন এবং সুরকার কল্যাণ সেন বরাট প্রমুখ (Independence Day Special Song Releases)।

Independence Day Special Song
বন্দি পাখিদের মুক্তি দিয়ে অভিনব মিউজিক রিলিজ স্বাধীনতার গানের

By

Published : Aug 15, 2022, 3:31 PM IST

কলকাতা, 15 অগস্ট: 'জন্মভূমি তোমায় নমি'- স্বাধীনতার 75তম বার্ষিকী উদযাপনে কল্যাণ সেন বরাটের সুরে শুভ দাশগুপ্তের লেখা গান গাইলেন শিল্পী ঝুমকি সেন । স্বাধীনতা দিবসের পুণ্য লগ্নে খাঁচায় বন্দি পাখিদের মুক্তি দিয়ে গানের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান সমাপন হল । উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার, শিল্পী ঝুমকি সেন এবং সুরকার কল্যাণ সেন বরাট প্রমুখ (Independence Day Special Song Releases)।

স্বাধীনতার 75 বছর পার । আদতে কতটা স্বাধীন আমরা ? এ কথা মাথায় রেখেই হাজির হল ঝুমকি সেনের কণ্ঠে 'জন্মভূমি তোমায় নমি' শীর্ষক গানটি । এ দিন বন্দি পাখিদের খাঁচা থেকে মুক্তি দেন শিল্পী ঝুমকি সেন, সুরকার কল্যাণ সেন বরাট, বিধায়ক দেবাশিস কুমার ।

শিল্পী ঝুমকি সেন বলেন, "ওদের আকাশ হল স্বাধীনতা । আমরা খাঁচায় বন্দি করে রাখি আমাদের ভালো লাগার জন্য । আমাদের জন্যই ওরা স্বাধীন থাকতে পারে না । প্রকৃত স্বাধীনতা হল, সকলকে নিজের মতো করে বাঁচার অধিকার ফিরিয়ে দেওয়া ৷ অবলা পশু-পাখিদের শুধু নিজেদের মনোরঞ্জনের জন্য বন্দি করে না রাখা । তাই আমার নতুন গানের মুক্তি উপলক্ষে, অনেক বন্দি পাখিদের মুক্ত করে দিলাম ।"

জন্মভূমি তোমায় নমি স্বাধীনতার 75তম বার্ষিকী উদযাপনে কল্যাণ সেন বরাটের সুরে শুভ দাশগুপ্তের লেখা গান গাইলেন শিল্পী ঝুমকি সেন

আরও পড়ুন:স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপনে শামিল দেব, জিৎ, প্রসেনজিৎ ও মিমিরা

সুরকার কল্যাণ সেন বরাট বললেন, "গানের সুরের কোনও বন্ধন থাকে না । সুর সর্বত্র বিরাজমান । প্রকৃতির মধ্যে সুরের উপস্থিতি, পাখিদের ডাক থেকে, নদীর কুলকুল বয়ে যাওয়ার শব্দ, গাছদের পাতা ঝরার মর্মর ধ্বনি সবেতেই সুর-সঙ্গীতের অধিষ্ঠান । এই স্বাধীনতার গানে সেই স্বাধীন দৃষ্টিভঙ্গিকে তুলে ধরার জন্যই এমন অন্য ধারায় মিউজিক লঞ্চ হল । ওদের মুক্তি দিয়েই নতুন গানের মুক্তি হল ।"

ABOUT THE AUTHOR

...view details