পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Independence day 2023: বলিউডে দেশপ্রেম,মুক্তির অপেক্ষায় একাধিক দেশাত্মবোধক ছবি - 77তম স্বাধীনতা দিবস

77 Independence day 2023: দেশাত্মবোধক সিনেমায় বরাবরই এগিয়ে বলিউড । স্বাধীনতা সংগ্রামীদের কথা বার বার উঠে এসেছে রূপোলি পর্দার হাত ধরে ৷ সেই ধারা বজায় রেখে মুক্তির অপেক্ষায় রয়েছে দেশাত্মবোধক বেশ কয়েকটি ছবি ৷ দেখে নেওয়া যাক, তালিকায় রয়েছে কী কী ছবি ৷

Independence day 2023
Etv Bharat

By

Published : Aug 15, 2023, 5:09 PM IST

হায়দরাবাদ, 15 অগস্ট: ব্রিটিশ রাজত্বের শিকল থেকে মুক্তির 76 বছর ৷ দেশ স্বাধীনের লড়াইয়ে বিপ্লবীদের আত্মকথা শুধু বইয়ের পাতায় নয়, ধরা পড়েছে রূপোলি পর্দাতেও ৷ যা দেশবাসীকে কখনও কাঁদিয়েছে আবার কখনও উদ্বুদ্ধ করেছে ৷ 'শহিদ', 'পূর্ব-পশ্চিম', 'বর্ডার', 'উরি', 'ভগত সিং', 'শেরশাহ'-এর মতো দেশাত্মবোধক ছবি ভারতীয়দের অনুপ্রাণিত করেছে বার বার ৷ এই রকম আরও কিছু দেশাত্মবোধক ছবি রয়েছে মুক্তির অপেক্ষায় ৷ একনজরে দেখে নেওয়া যাক, তালিকায় রয়েছে কোন কোন ছবি ৷

শ্যাম বাহাদুর- সর্দার উধম সিং- চরিত্রের পর এবার অভিনেতা ভিকি কৌশলকে দেখা যাবে ভারতের প্রথম ফিল্ড মার্শাল শ্যাম বাহাদুর-এর চরিত্রে ৷ 1971 সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় তিনি ছিলেন ভারতীয় সেনা বাহিনীর চিফ অফ আর্মি স্টাফ এবং ভারতীয় সেনা কম্যান্ডার ৷

শ্যাম বাহাদুর

পিপ্পা - 1971 সালের যুদ্ধ পর্দায় ফিরিয়ে আনছেন অভিনেতা ইশান খট্টর ও ম্রুণাল ঠাকুর ৷ সত্যঘটনা অবলম্বনে ভারত-পাকিস্তান যুদ্ধের ঘটনা উঠে আসতে চলেছে দর্শকদের সামনে ৷ ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতার লেখা বই 'দ্য বার্নিং শ্যাফেস'-এ তুলে ধরা কাহিনীই ধরা পড়বে চিত্রনাট্যে ৷ টানা 48 ঘণ্টা ধরে চলা ভারত-পাকিস্তানের যুদ্ধের সাক্ষী আরও একবার থাকতে চলেছে ভারতবাসী ৷

পিপ্পা

ম্যায় অটল হু- রবি যাদব পরিচালিত ও পঙ্কজ ত্রিপাঠী অভিনীত ছবি 'ম্যায় অটল হু' মুক্তির অপেক্ষায় ৷ ছবিতে ভারতের দশম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জার্নি তুলে ধরা হয়েছে ৷

ম্যায় অটল হু

অ্যায় বতন মেরে বতন - 1942 সালের ভারতের স্বাধীনতা সংগ্রামীর চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে চলেছে সারা আলি খান ৷ পরিচালনায় কান্নন আইয়ার ৷ চিত্রনাট্যে উঠে এসেছে বোম্বের একজন সাহসী মেয়ের কাহিনী ৷ যিনি পরবর্তী সময়ে হয়ে উঠেছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী ৷ সূত্রের খবর, স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্রই পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন সারা আলি খান ৷

অ্যায় বতন মেরে বতন

তেজস- এয়ার ফোর্স পাইলট তেজস গিলের গল্প বলবে এই ছবি ৷ একজন মহিলা, কীভাবে নানা বাধা-বিপত্তি পেড়িয়ে দেশের হয়ে কাজ করে গিয়েছেন, তাই চিত্রায়িত হবে এই ছবিতে ৷ মুখ্যচরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে ৷

তেজস

এমারজেন্সি- মুক্তির অপেক্ষায় রয়েছে কঙ্গনা রানাউত অভিনীত আরও একটি ছবি 'এমারজেন্সি' ৷ ছবিতে অভিনত্রী ফুটিয়ে তুলতে চলেছেন তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জীবনী ৷

এমারজেন্সি

আরও পড়ুন: আর 'কানাডা কুমার' নন, 'হৃদয় আর নাগরিকত্ব দু'টোই ভারতীয়', স্বাধীনতা দিবসে জানালেন অক্ষয়

ABOUT THE AUTHOR

...view details