দুবাই, 5 সেপ্টেম্বর:28 অগস্টের মতোই গতকাল অর্থাৎ রবিবারের ভারত-পাকিস্তানের জমজমাট লড়াই মাঠে বসেই উপভোগ করেছেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা (India Vs Pakistan match) ৷ অভিনেতা অভিনেত্রীদের মাঠে খেলা দেখতে আসার বিষয়টি অবশ্য কোনও নতুন বিষয় নয় (Asia Cup 2022 )৷ তবে এবার ঊর্বশীকে স্টেডিয়াম থেকে নিষিদ্ধ করার ডাক উঠল নেটপাড়ায় ৷
আসলে রবিবার 'নেল বাইটিং' এনকাউন্টারে ভারত প্রথমে ব্যাট করে 181 রান সংগ্রহ করলেও সেখানে তেমন অবদান রাখতে পারেননি সূর্যকুমার যাদব-ঋষভ পন্থরা ৷ বিশেষত পন্থ এদিন একেবারেই ভাল খেলতে পারেননি ৷ অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে 12 বলে 14 রান করে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন তিনি ৷ আর তাঁর এই খারাপ পারফরম্যান্সের পরেই ঊর্বশীর উপর খেপে উঠেছেন ফ্যানেরা ৷ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে উর্বশীর উপস্থিতির কারণেই ঋষভ নাকি খেলায় মনোনিবেশ করতে পারেননি, এমনই দাবি নেটিজেনদের ৷
এই নিয়ে ছড়াতে শুরু করেছে নানা মিম (Urvashi Rautela and Rishabh Pant memes ) ৷ দর্শকদের অনেকেই কুৎসিতভাবে আক্রমণ করেছেন অভিনেত্রীকে ৷ আসলে ঊর্বশী কয়েকদিন আগে একটি এন্টারটেইনমেন্ট পোর্টালকে দেওয়া একটি ইন্টারভিউতে জানান, মিস্টার আরপি তাঁর জন্য হোটেলের লবিতে দশ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করেছিলেন একসময় ৷ সেই থেকেই শুরু এই বাক-বিতন্ডা (Urvashi Rautela Rishabh Pant controversy ) ৷