হায়দরাবাদ, 29 অগস্ট: মুক্তির আগেই রেকর্ড তৈরি করল অ্যাটলি পরিচালিত এবং শাহরুখ খান অভিনীত 'জওয়ান' ৷ ভারতীয় সিনেমায় প্রথমবার, মুম্বইয়ের প্রেক্ষাগৃহে জওয়ান-এর শো শুরু হবে সকাল 6টায় ৷ শাহরুখ খান ফ্যান ক্লাবের তরফে এমনটাই দাবি করা হয়েছে ৷ এমনটা হলে, সত্যি ভারতীয় সিনেমায় ইতিহাস তৈরি করবে এসআরকে'র নয়া ছবি ৷
'পাঠান'-এর সুপার সাকসেসের পর বলিউড বাদশা রূপোলি পর্দায় আরও একবার ঝড় তুলতে তৈরি ৷ এর আগে 'পাঠান' বক্সঅফিসে একাধিক রেকর্ড তৈরি করেছে ৷ বলিউডে হাইয়েস্ট গ্রসিং ছবি হিসাবে এখন পর্যন্ত তালিকার প্রথমে রয়েছে সিদ্ধার্থ আনন্দের পাঠান ৷ একইভাবে জওয়ান জ্বরে কাবু অনুরাগীরা ৷
শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব সদস্যরা জানিয়েছেন, মুম্বইয়ের আইকনিক গেইটি গ্যালাক্সি থিয়েটারে সকাল 6টায় জওয়ান ছবির স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে ৷ এই ফ্যান ক্লাবটি নিজেদের শাহরুখের সবচেয়ে বড় ফ্যান ক্লাব বলে দাবি করে ৷ শাহরুখভক্তদের কাছে এই খবর একটা বড় বিষয় ৷ শাহরুখ খানের পাশাপাশি নয়নতারা, বিজয় সেতুপতি, প্রিয়ামণি এবং সানায়া মালহোত্রা-সহ তারকা-খচিত ছবির কাস্টিং-এর কারণেই শুরু থেকে অ্যাটলির ছবি রয়েছে খবরের শিরোনামে ৷