কলকাতা এবং টলিউডের প্রশংসায় মাতলেন ইমরান খান কলকাতা, 24 জানুয়ারি: মহিলা ক্লাব 'দ্য ফেয়ারিজ - স্প্রেড ইয়োর উইংস অ্যান্ড ফ্লাই'-এর উদ্বোধনে শহরে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা ইমরান খান(Bollywood Actor Imran Khan)। মহিলাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি ফিল্মি দুনিয়া নিয়েও নানা প্রশ্নের উত্তর দেন তিনি । সঙ্গে জানান, ইন্ডাস্ট্রির শুরুই হয়েছে কলকাতা থেকে ৷ আবার ভালো চরিত্র পেলে নিশ্চয় কাজ করব (Imran Khan On Tollywood and Bollywood) ৷
হিন্দি ধারাবাহিকের এই জনপ্রিয় অভিনেতাকে এদিন বলতে শোনা যায়, "সিনেমা ইন্ডাস্ট্রির শুরুই তো হয় কলকাতা থেকে । এখানে কত ভালো ভালো কাজ হয় । ভালো চরিত্র, ভালো স্ক্রিপ্ট পেলে আমি কাজ করতে রাজি আছি সিনেমা, সিরিয়াল দুই প্ল্যাটফর্মেই । একসময় মুনমুন সেন, রীতা ভাদুড়ির মতো অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি আমি । কী দারুণ অভিনেত্রী তাঁরা ৷"
তিনি বলেন, "আমার কেরিয়ার শুরুই হয় সাউথের ছবি দিয়ে । ওখানে খুব গুছিয়ে কাজ হয় । যেটা বলিউডে হয় না ৷ হতে পারে বলিউডে দিলীপ কুমার, অশোক কুমার, উত্তম কুমার ছিলেন কিংবা তিন খান, অক্ষয় কুমার, অজয় দেবগণ আছেন । কিন্তু এখানে গুছিয়ে কাজ হয় না । এখানকার স্ক্রিপ্ট ভালো । নায়ক-নায়িকারা ভালো । কিন্তু কোথাও একটা কোনওকিছুর অভাব আছে । যেটা দক্ষিণে নেই । আমার কেরিয়ার দক্ষিণে 1991 সালে শুরু হয় । তখন মাদ্রাজ ছিল, চেন্নাই নয় । দারুণ গোছানো কাজ হয় ওখানে ।"
আরও পড়ুন:কবে আসছে ফুকরে 3, জানা গেল রিলিজের দিন
'পাঠান' বিতর্ক নিয়ে তাঁর সটান জবাব, "চরিত্রের প্রয়োজনে শর্মিলা ঠাকুর, নার্গিসও তো বিকিনি পরেছেন । যে কেউ পরতেই পারেন । এখানে কোনও অন্যায় আমি দেখি না । চোখটাই আসল । আপনি কীভাবে বিষয়টাকে দেখছেন । আপনার ইচ্ছে হলে দেখবেন ছবিটা । নাহলে দেখবেন না । আপনার ইচ্ছা (Imran Khan On Pathaan Controversy)।"