মুম্বই, 16 মার্চ: "আমার জীবদ্দশায়, আমি কেবল রানি হতে পারি ৷ কিন্তু আমার চরিত্রের মাধ্যমে আমি ভিন্ন ভিন্ন ভারতীয় নারী হিসাবে বেঁচে থাকতে পারি ৷" বললেন বলিউডের অভিনেত্রী রানি মুখোপাধ্যায় (Rani Mukerji Interview)৷ যাঁর আসন্ন ছবি "মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে" (Mrs Chatterjee Vs Norway) নিয়ে দেশজুড়ে চর্চা চলছে ৷ অভিবাসী মা একটি দেশের সঙ্গে টানা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন । সত্যি এমনই এক ঘটনা নিয়ে তৈরি তাঁর সাম্প্রতিক ফিল্ম ৷
"কুছ কুছ হোতা হ্যায়", "হাম তুম", "ব্ল্যাক" এবং "মারদানি" সিরিজের মতো চলচ্চিত্রের মধ্যে দিয়ে নিজের জাত চিনিয়েছেন রানি মুখোপাধ্যায় ৷ তিনি বলেছেন যে, তাঁর সর্বদা প্রচেষ্টা থাকে ভারতীয় মহিলাদের বিভিন্ন দিক তুলে ধরার । ভারতীয় নারীদের বিশ্বব্যাপী দর্শকদের কাছে সুন্দরভাবে তুলে ধরা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি ৷
তাঁর (Rani Mukerji Latest News) কথায়, "বিশ্বের যে প্রান্তে বসে দর্শকরা আমার কোনও ভারতীয় চলচ্চিত্র দেখুন না কেন, তাতে তাঁরা একজন ভারতীয় মহিলার চরিত্র দেখতে পাবেন ৷ সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাত্কারে তিনি বলেন, তিনি একজন ভারতীয় মহিলা । তাঁর চরিত্রের মাধ্যমেই তিনি ভিন্ন ভারতীয় নারীর মতো হয়ে পর্দায় বেঁচে থাকবেন ৷ যেমন 'কুছ কুছ হোতা হ্যায়'তে টিনা, হিচকি'তে নয়না মাথুর, মারদানি'তে শিবানী শিবাজি রায়, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে মিসেস চ্যাটার্জি হতে পেরেছেন তিনি । আবার 'হাম তুম'-এ রিয়া, যুবাতে শশী, ব্ল্যাকে মিশেল, বান্টি অউর বাবলিতে ভিম্মি ।
এই তারকা বলেছেন যে, তিনি তাঁকে এমন একজন হিসাবে সংজ্ঞায়িত করতে চান যিনি প্রেমময়, যত্নশীল এবং সাহসী । ভারতীয় নারীদের পর্দায় সুন্দরভাবে তুলে ধরা তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ তিনিও একজন ভারতীয় নারী, বললেন রানি । তাঁর কথায়, ভারতীয় মহিলারা বিশ্বের সেরা কারণ তাঁরা আবেগপ্রবণ, দয়ালু । তাঁরা ভিতরে ভিতরে সত্যিই সুন্দর ৷ তাঁরা খুব দানশীল, ক্ষমাশীল এবং তাঁরা সাহসী । এবং যদি একটি পছন্দ করতে দেওয়া হয়, তখন তাঁরা ত্যাগ করতেও ইচ্ছুক ৷
রানি বলেন, তাঁর আসন্ন ছবি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে, তাঁর চরিত্রের নাম দেবিকা, যিনি একজন অভিবাসী মা ৷ তাঁর সন্তানদের হেফাজতে ফিরে পাওয়ার জন্য সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যায় সে, তাই নিয়ে গল্প । আশিমা চিব্বর পরিচালিত ছবিটি 2011 সালের এনআরআই দম্পতি সাগরিকা এবং অনুরূপ ভট্টাচার্যের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ।