পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Iman on Jagannath Puja: রথের দিনে জগন্নাথ পুজোয় মাতলেন ইমন, দেখুন ভিডিয়ো - Jagannath Puja of Iman

রথযাত্রার দিনে জগন্নাথ পুজোয় মেতে উঠলেন গায়িকা ইমন চক্রবর্তী ৷ ভিডিয়ো শেয়ার করে শুভেচ্ছাও জানালেন অনুরাগীদের ৷

Jagannath Puja of Iman
বাড়ির জগন্নাথ পুজোয় মত্ত ইমন

By

Published : Jun 20, 2023, 1:48 PM IST

লিলুয়া, 20 জুন:দেখতে দেখতে চলে এল রথযাত্রা ৷ আরও একবার মঙ্গলবার জগন্নাথ দেবের পুজো নিয়ে মেতে উঠেছেন ভক্তরা ৷ ওড়িশা তো বটেই বাংলার বিভিন্ন এলাকাতেও চলেছে রথ টান ৷ মেতে উঠেছেন সেলেবরাও ৷ অনেকে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের ৷ তাঁদের মধ্যে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায়ের মতো বেশ কিছু পরিচিত মুখ ৷ এবার জগন্নাথের পুজো নিয়ে মেতে উঠতে দেখা গেল গায়িকা ইমন চক্রবর্তীকে ৷ ইমন নিজেই মঙ্গলবার একটি ভিডিয়ো শেয়ার করে জানালেন তাঁর এই পুজোর কথা ৷ সঙ্গে ইনস্টা স্টোরিতে ভক্তদের রথযাত্রারও শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷

ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, 'জয় জগন্নাথ' ৷ আর ভিডিয়োতে দেখা যায়, ভাই এবং ছাত্রছাত্রীদের নিয়ে রীতিমতো পুজোয় মেতে উঠেছেন ইমন ৷ গায়িকাকে এদিন দেখা গেল পুজোর পোশাকে ৷ ঘরোয়া শাড়িতেই এদিন সামনে এলেন ইমন ৷ পুজোর জন্য় জগন্নাথ দেবের মূর্তি কীভাবে সাজানো হয়েছে, কীভাবে চলেছে পুষ্পাঞ্জলি সবটাই তিনি তুলে ধরলেন ভিডিয়োতে ৷

তাঁর ভিডিয়োর নীচে কমেন্টে 'জয় জগন্নাথ' লিখে ঈশ্বরকে স্মরণ করেছেন ইমনের একাধিক অনুরাগীরা ৷ কেউ কেউ আবার রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন গায়িকাকেও ৷ সব মিলিয়ে যে রথের দিনটা জগন্নাথ দেবের পুজো নিয়েই মত্ত গায়িকা ৷ অন্য়দিকে গান নিয়ে কথা বলতে হলে বলতেই হবে কয়েকদিন আগে মুক্তি পেয়েছিল ইমনের 'আলাদা আলাদা' গানটি ৷ অনুপম রায়ের কথায় এবং সুরে তৈরি হয়েছিল এই গানটি ৷ আর কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের 'অর্ধাঙ্গিনী' ছবির 'আলাদা আলাদা' রীতিমতো মন ছুঁয়ে গিয়েছে দর্শকের ৷
আরও পড়ুন:বাঙালি সাজে রণবীরের সঙ্গে ভাব জমালেন আলিয়া, হাজির 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র টিজার

অন্যদিকে আবার গত 16 জুন মুক্তি পেয়েছে তাঁর নতুন মিউজিক ভিডিয়ো 'তোমাকে দেখব বলে' ৷ গানের কথা লিখেছেন দীপাংশু আচার্য ৷ সুরের দায়িত্বে ছিলেন সপ্তক সানাই দাস আর মিউজিক কিউরেটর ছিলেন নীলাঞ্জন ঘোষ ৷ ইমনের নিজের ইউটিউব চ্যানেল থেকেই মুক্তি পেয়েছে এই গান ৷

ABOUT THE AUTHOR

...view details