হায়দরাবাদ, 2 অক্টোবর: বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীকে ৷ নানা সময়ে কখনও সামাজিক আবার কখনও ব্যক্তিগত বিষয় নিয়ে অনুরাগীদের কাছে মুখ খোলেন তিনি ৷ এবার তিনি মুখ খুলেছেন লিলুয়াবাসীদের হয়ে ৷ বিগত বেশ কিছু সময় ধরে বাড়তে থাকা ডেঙ্গির প্রকোপ ভাবিয়ে তুলেছে সকলকে ৷ বাড়ির আশাপাশে ময়লা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার বার্তা দেওয়া হচ্ছে ৷ তবে লিলুয়ার চক পাড়ার অটোস্ট্যান্ডের কাছে গেলে ছবিটা ধরা পড়ে অন্যরকম ৷ চারিদিকে ময়লা, জঞ্জাল ফেলায় রাস্তার অবস্থা হয়ে উঠেছে বেহাল ৷ তারই প্রতিবাদে সোশাল মিডিয়ায় এসে সরব হলেন শিল্পী ইমন ৷
প্রথমে তিনি বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ছবি ও ভিডিয়ো শেয়ার করেন ৷ লেখেন, "আমার বাড়ির ঠিক সামনেটা, মানে আমার লিলুয়ার বাড়ির সামনে অটোস্ট্যান্ড রয়েছে একটা ৷ সেটা একটা ভাগাড়ে পরিণত হয়েছে ৷ 100 বার বলেও ঠিক হচ্ছে না ৷ তাঁদের লজ্জা হওয়া উচিত, যাঁরা দায়িত্ব নিয়েছেন কিন্তু পালন করছেন না ৷ লজ্জা হওয়া উচিত বালি পৌরসভার আধিকারিকদেরও ৷ ছিঃ ছিঃ !"
এরপর তিনি সোমবার লাইভে আসেন আচমকাই ৷ সেখানেও তিনি এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন ৷ তিনি বলেন, "আমি এই বিষয়টা শুধুমাত্র আমার কথা ভেবে বলছি না ৷ বিগত দু-তিন বছর ধরে ওই মোড়ে, রাস্তাতেই স্থায়ীভাবে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে ৷ মানে ভ্যাটে পরিণত হয়েছে ৷ শুরুর দিকে একটা গাড়ি রাখা ছিল, যেখানে সকলে ময়লা ফেলতেন ৷ সেটা উপচে পড়ে রাস্তায় ময়লা চলে আসত ৷ এখন সেই ভ্যাটের গাড়িটা আর নেই ৷ যেখানে ময়লা ফেলা হয় তার পাশে একটা কল আছে ৷ সেখান থেকে আমাদের চত্বরের অনেকে জল নেন ৷ এই ধরণের অব্যবস্থার মধ্য দিয়ে লিলুয়াবাসীরা যাচ্ছেন ৷"